করোনা সচেতনতায় লাকসাম থানা পুলিশের র্যালি ও মাস্ক বিতরণ
Published : Monday, 22 March, 2021 at 12:00 AM
মো হুমায়ূন কবির মানিক ।।
করোনা ভাইরাসের (কোভিড-১৯) দ্বিতীয় ধাপ মোকাবেলায় দেশব্যাপী পুলিশের সচেতনতা কর্মসূচির অংশ হিসেবে ২১ মার্চ লাকসাম থানা পুলিশের উদ্যোগে র?্যালি ও মাক্স বিতরণ অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার (লাকসাম-মনোহরগঞ্জ সার্কেল) মোঃ মহিতুল ইসলাম ও লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিনের নেতৃত্বে একটি র?্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে চাদপুর রেলগেইট সংলগ্নে স্থাপিত মুক্তমঞ্চ থেকে হ্যান্ড মাইকে জনসচেতনতামূলক স্লোগানসহ নানা তথ্য প্রচার ও পথচারিদের মাস্ক পরিয়ে দেয়া হয়। এ সময় ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) তোফাজ্জল হোসেন, উপপরিদর্শক মনোজ কান্তি কুরি, সহকারি উপ-পরিদর্শক ফয়েজ আহমদ, মোঃ জাকির হোসেনসহ পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
একইদিন লাকসাম উপজেলার মুদাফরগঞ্জ দক্ষিণ, মুদাফরগঞ্জ উত্তর, লাকসাম পূর্ব, আজগরা ও উত্তরদা ইউনিয়ন বিট পুলিশিংয়ের উদ্যোগে করোনা সচেতনতায় কর্মসূচি পালন করা হয়।