এসএসসি ফরম পূরণ করলেই চূড়ান্ত পরীায় অংশ নেওয়ার সুযোগ
Published : Monday, 22 March, 2021 at 12:00 AM
করোনা ভাইরাস মহামারির মধ্যে এবার এসএসসি ও সমমানের পরীায় অংশ নেওয়ার জন্য ফরম পূরণ করলে তাদের সবাইকে চূড়ান্ত পরীায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছে আন্তঃশিাবোর্ড।
রোববার (২১ মার্চ) আন্তঃশিাবোর্ড সমন্বয় সাব-কমিটির পরীা নিয়ন্ত্রক এসএম আমিরুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে জানান, করোনা মহামারির কারণে কাস না হওয়ায় এবার এসএসসির শিার্থীদের নির্বাচনী পরীা নেওয়া হবে না।
এসএসসি ও সমমানের পরীায় অংশ নিতে আগামী ১ এপ্রিল থেকে অনলাইনে ফরম পূরণ করতে হবে। আগামী ৭ এপ্রিল পর্যন্ত বিলম্ব ফি ছাড়া ফরম পূরণ করা যাবে। আর বিলম্ব ফিসহ আগামী ১৩ এপ্রিল পর্যন্ত ফরম পূরণ করতে পারবেন শিার্থীরা।
করোনা মহামারি শুরুর পর গত বছরের ১৮ মার্চ থেকে সব শিাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আগামী ৩০ মার্চ দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিাপ্রতিষ্ঠান এবং ২৪ মে থেকে বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
তবে করোনা ভাইরোস সংক্রমণ ফের বেড়ে যাওয়ার শিাপ্রতিষ্ঠানে খোলার এই সিদ্ধান্ত পর্যালোচনা হতে পারে বলে আভাস পাওয়া গেছে।