Published : Wednesday, 24 March, 2021 at 12:00 AM, Update: 24.03.2021 1:12:22 AM
বুড়িচং প্রতিনিধি: কুমিল্লার বুড়িচং উপজেলার প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা: সাবিনা ইয়াসমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত মতনিবিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা চেয়ারম্যান মোঃ আখলাক হায়দার। অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো: গোলাম ফারুক, মহিলা ভাইস চেয়ারম্যান পান্না আক্তার মাহবুব, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাহমিদা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মীর হোসেন মিঠু, বুড়িচং থানার ওসি মোজাম্মেল হক পিপিএম, অধ্যক্ষ আবু সালেক সেলিম রেজা সৌরভ। আরো বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মান্নান, উপজেলা শিক্ষা কর্মকর্তা রৌশনারা বেগম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: মোস্তফা মাইদুল মোরাদ, উপজেলা প্রকৌশলী অনুপ কুমার বড়–য়া, পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোকসানা খানম মুন্নি, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম আযম, পল্লী উন্নয়ন কর্মকর্তা রাসেল সারোয়ার, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মেহেদি হাসান ভূইয়া, অধ্যক্ষ হাজী মফিজুল ইসলাম, অধ্যক্ষ জাহাঙ্গীর আলম , অধ্যক্ষ হাজী মো: আবু তাহের, অধ্যক্ষ মো: আবু ইউছুফ ভূইয়া, অধ্যক্ষ মামুন মজুমদার, সুপার সফিকুর রহমান ভূইয়া, প্রিন্সিপাল কাজী আবুল বাশার, প্রিন্সিপাল মাওলানা মিজানুর রহমান, প্রধান শিক্ষক মো: জামসেদ আলম ভূইয়া, আজহারুল ইসলাম ভূইয়া, মো: আব্দুর রশিদ, উপজেলা আ’লীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক মো: রেজাউল করিম, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বিষ্ণু কুমার ভট্ট্রাচার্য্য, সাধারন সম্পাদক মধুসুদন দত্ত্য, ভারেল্লা উত্তর ইউপি চেয়ারম্যান আলহাজ¦ আব্দুর রহমান রব, বুড়িচং সদর ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মো: শাহ আলম, মোকাম ইউপি চেয়ারম্যান মো: ফজলুল হক মুন্সী, বাকশীমূল ইউপি চেয়ারম্যান মো: আব্দুল করিম, রাজাপুর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, ষোলনল ইউপি চেয়ারম্যান আলহাজ¦ সিরাজুল ইসলাম, বুড়িচং বাজার কমিটির সভাপতি মো: ছাফর আলী মেম্বার, সাধারন সম্পাদক মো: মিজানুর রহমান খান, বুড়িচং প্রেস কাবের সভাপতি আব্দুল মোমেন। এছাড়া উপজেলার বিভিন্ন পর্যায়ের বীর মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন পর্যায়ের বিভাগীয় কর্মকর্তা কর্মচারী জনপ্রতিনিধি সুশীল সমাজের জনসাধারন উপস্থিত ছিলেন।