ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দেশে আনা হয়েছে মিজানুর রহমান আজাদের মরদেহ, জানাজা আজ
নব্বইয়ের ছাত্র গণআন্দোলনের সর্বদলীয় ছাত্র ঐক্য নেতৃবৃন্দের শোক
Published : Tuesday, 23 March, 2021 at 12:00 AM, Update: 23.03.2021 1:17:20 AM
দেশে আনা হয়েছে মিজানুর রহমান আজাদের মরদেহ, জানাজা আজস্টাফ রিপোর্টার: দেশে আনা হয়েছে কুমিল্লা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক ভিপি মিজানুর রহমান আজাদের  মরদেহ। কাগজপত্র তৈরি ও আনুষঙ্গিক কাজ শেষে সোমবার রাত ১০টায় যশোরের বেনাপোল দিয়ে তার মরদেহ বাংলাদেশে আনা হয়। হস্তান্তর প্রক্রিয়া শেষ হওয়ার পর রাতেই লাশ নিয়ে কুমিল্লার উদ্দেশ্যে রওনা হন মিজানুর রহমান আজাদের ছোটভাই কুমিল্লা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল। আজ মঙ্গলবার বাদ আসর কুমিল্লা টাউন হল মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে।
এর আগে শুক্রবার রাত ৯টার দিকে ভারতের কৃষ্ণনগরের তারক নগর হল্ট স্টেশনে রেললাইন পার হওয়ার সময় আসা ট্রেনের ধাক্কায়
আহত হন মিজানুর রহমান আজাদ। এরপর তন্ময় নামে স্থানীয় এক যুবক তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। শক্তিনগর জিলা হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
শোক:
নব্বইয়ের ছাত্র গণআন্দোলনের বীর সেনানি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক ভিপি ও কুমিল্লা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মিজানুর রহমান আজাদের আকস্মিক মৃত্যুতে নব্বইয়ের ছাত্র গণআন্দোলনের সর্বদলীয় ছাত্র ঐক্য নেতৃবৃন্দ গভীর শোকপ্রকাশ করেছেন। দ্বিতীয় দিন গতকাল সোমবার ছাত্র ইউনিয়ন কার্যালয়ে মিলিত হন এবং কালো ব্যাজ ধারণ করেন। পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে রাতে সমস্ত শহর জুড়ে মিজানুর রহমান আজাদের শোক ব্যানার স্থাপন করা হয়। আজ মঙ্গলবার তাকে আনুষ্ঠানিকভাবে সালাম প্রদান পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে সম্মান জানিয়ে শেষ বিদায় জানানো হবে। এতে শহরের সর্বস্তরের জনসাধারণকে উপস্থিত থাকার জন্য সর্বদলীয় ছাত্র ঐক্য নেতৃবৃন্দ অনুরোধ জানিয়েছে। আজ মঙ্গলবার বাদ আছর কুমিল্লা টাউন হল মাঠে মিজানুর রহমান আজাদের জানাজা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার কান্দিরপাড় জামে মসজিদে নব্বইয়ের ছাত্র গণআন্দোলনের সর্বদলীয় ছাত্র ঐক্য নেতৃবৃন্দের উদ্যোগে দোয়ার আয়োজন করা হয়েছে। এ আয়োজনের সমন্বয়ক আহসানুল কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, প্রাক্তণ এই প্রভাবশালী ছাত্র নেতা কুমিল্লার দৌলতপুরের বাসিন্দা। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার রসুলাবাদ ইউনিয়নের কালঘোড়া গ্রামে।