ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
‘সড়কে মৃত্যু চাই না’
নিরাপদ সড়কের দাবীতে কুমিল্লায় সাংস্কৃতিক মানবন্ধন ও স্মারক লিপি প্রদান
Published : Tuesday, 23 March, 2021 at 12:00 AM, Update: 23.03.2021 1:16:20 AM
‘সড়কে মৃত্যু চাই না’ নিজস্ব প্রতিবেদক: যুগোপযোগী নিরাপদ সড়ক ও প্রশিক্ষিত চালক, ‘সড়ক পরিবহন আইন’ এর সংস্কার ও তার বাস্তবিক প্রয়োগের দাবিতে কুমিল্লায় মানববন্ধন করেছেন কুমিল্লার সকল স্তরের সাংস্কৃতিক কর্মীবৃন্দ। গতকাল সকালে কুমিল্লা নগরীর কান্দিরপাড় টাউন হলের সামনের সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে তারা জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধনে অংশ নেয়া সংস্কৃতিকর্মীরা বলেন, গত ১৩ মার্চ ভোর ৫টায় ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই এলাকার কাছাকাছি স্থানে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কুমিল্লা তথা বাংলাদেশের দুই গুণী বাদ্যযন্ত্র শিল্পী পার্থ প্রতিম গুহ ও হানিফ আহমেদ নিহত হন। সারা বাংলাদেশের যে কোন শিল্পী বা সাধারণ সচেতন মানুষ এই ঘটনাকে নিছক দুর্ঘটনা বলে মেনে নিবে না। এটি দায়িত্বপালনে অবহেলাজনিত কারণে হয়েছে বলেই আমরা মনে করি। আমরা এই প্রাণহানির ঘটনায় সঠিক তদন্ত ও দোষীদের বিচার কামনা করছি।
মানবন্ধনে বক্তব্য রাখেন কুমিল্লা সংস্কৃতি কর্মকর্তা আয়াজ মাবুদ, সাবেক সংস্কৃতি কর্মকর্তা বশিরুল আনোয়ার, চিত্রশিল্পী চন্দন দেব রায়, সাংবাদিক সাদিক মামুন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আচিন্ত্য কুমার দাস, আবুল কাশেম, মানবাধিকারকর্মী আবদুল হান্নান, শিল্পী আদিল, জিয়াউর রহমান জসিম, সায়েব বাপ্পি, গিটারিস্ট ডি সেন্টু, সাংস্কৃতিক সংগঠক বিল্লাল হোসেন, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সহ-সভাপতি খোকন চন্দ্র দে প্রমূখ।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে যান সংস্কৃতি কর্মীরা। জেলা প্রশাসকের পক্ষে স্থানীয় সরকার কুমিল্লার উপ-পরিচালক মোঃ শওকত ওসমানের কাছে স্মারকলিপি প্রদান করেন তারা।
স্মারকলিপিতে তারা উল্লেখ করেন, দুই গুণী শিল্পীর অকাল প্রয়াণে বাংলাদেশের সঙ্গীত অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা কখনো পূরণ হবার নয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দৃষ্টিনন্দন ও  নিরাপদ চারলেনে উন্নিত হয়েছে। আর এই মহাসড়কে যদি ‘আমি ঘুমাইয়া পরছিলাম’-শুধু এই অজুহাতে, কোন লড়ি চালক ইউ টার্নের ফাঁকা স্থান দিয়ে ঘুমের ঘোরে দিক পরিবর্তন করে, কোন মাইক্রোবাস কে মুখোমুখি ভাবে আঘাত হানে ! তা কি কেবলই নিছক দূর্ঘটনা? আমরা নিরাপদ সড়ক চাই, দক্ষ চালক চাই ,মহাসড়কে যান্ত্রিক ত্রুটিবিহীন যান চাই, নিরাপদে কাজ শেষে পরিবারের কাছে ফিরতে চাই, সড়ক পরিবহন আইনের যুগোপযোগী সংস্কার ও বা¯তবায়ন চাই - পরিশেষে আমরা রাষ্ট্রের কাছে স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই। অতএব মহোদয়ের নিকট আমাদের আকুল আবেদন, নিরাপদ সড়ক বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন তথা নিরাপদ সড়ক বাস্তবায়নে দৃশ্যত পদক্ষেপ নিতে যেন আপনার সদয় আজ্ঞা হয়।
স্মারকলিপির অনুলিপি কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য.  জেলা পুলিশ সুপার, পুলিশ সুপার(হাইওয়ে), কুমিল্লা বরাবর দেয়া হয়।