ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
শহরে ভ্রাম্যমাণ আদালত মাস্ক না পরলে জরিমানা
Published : Monday, 22 March, 2021 at 12:00 AM, Update: 22.03.2021 12:34:47 AM
শহরে ভ্রাম্যমাণ আদালত মাস্ক না পরলে জরিমানানিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় করোনার দ্বিতীয় ধাক্কা মোকাবেলায় আবারো মাঠে নেমেছে ভ্রাম্যমাণ আদালত। জনসাধারণের মাস্ক ব্যবহার নিশ্চিত করতে এই ভ্রাম্যমাণ আদালত ধারাবাহিকভাবে মাঠে থাকবে। গতকাল কুমিল্লায় মাস্ক ব্যবহার নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের ৩টি অভিযানে ৪ হাজার ৮শ টাকা জরিমানা আদায় করা হয়। তিন জন নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে মোট ২৭টি মামলায় এই জরিমানা আদায় করা হয়। এছাড়া গরিব ও অসহায়দের মধ্যে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট সৈয়দা ফারহানা পৃথা, নাছরিন সুলতানা ও তানজিমা আঞ্জুম সোহানিয়া।
এদিকে গতকাল কুমিল্লা জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় মাস্ক ব্যবহারের উপর সর্বোচ্চ গুরুত্বারোপ করা হয়। জেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি জেলা প্রমাসক মোহাম্মদ কামরুল হাসান জানান, আবারো নো মাস্ক নো সার্ভিস- বিষয়টি জোরদার করতে হবে। বিভিন্ন শপিংমল, বাজার এলাকায় মাস্ক ব্যবহার ব্যতীত কাউকে প্রবেশ করতে দেয়া যাবেনা। এজন্য ভ্রাম্যমান আদালত পরিচালনার বিষয়ে কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে।