ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দাউদকান্দিতে বাসে অগ্নিকাণ্ড স্বামীর পর স্ত্রীর মৃত্যু
Published : Monday, 22 March, 2021 at 12:00 AM, Update: 22.03.2021 12:34:28 AM
দাউদকান্দিতে বাসে অগ্নিকাণ্ড স্বামীর পর স্ত্রীর মৃত্যুআলমগীর হোসেন,দাউদকান্দি।।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দির গৌরীপুর বাসষ্ট্যান্ডে যাত্রীবাহী বাসে অগ্নিকান্ডের ঘটনায় চিকিৎসাধীন আরো এক জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তির নাম শামসুন্নাহার বেগম (৬৫)। গত ১১ মার্চ বিকেলে তার স্বামী মো: রফিকুল ইসলাম (৭৫) একই বাসে আগুনে পুরে ঘটনাস্থলে মারা যায়। তাদের বাড়ি দাউদকান্দি উপজেলার বিটেশ্বর ইউনিয়নের তিনপাড়া গ্রামে।
শামসুন্নাহার বেগম ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। তার শরীরের ২৩ শতাংশ পুড়েছিলো। ২১ মার্চ রবিবার ভোর পাঁচটার দিকে মারা যান শামসুন্নাহার বেগম। এই নিয়ে বাসে আগুনের ঘটনায় চারজনের মৃত্যু হলো। গত ১৫ মার্চ চিকিৎসাধীন অবস্থায় মারা যান গোলামুর রহমান (৭৫)।
উল্লেখ্য, গত ১১ মার্চ বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দির গৌরীপুর বাসষ্ট্যান্ডে মতলব এক্সপ্রেস ( ঢাকা-জ- ১৪-০১৪৪) চলন্ত বাসে অগ্নিকান্ডে দগ্ধ হয়ে মারা যান দাউদকান্দি উপজেলার তিনপাড়া গ্রামের মৃত আহম্মেদ উল্লাহর ছেলে মো: রফিকুল ইসলাম (৭৫) এবং একই উপজেলার বনুয়াকান্দি গ্রামের সাইফুল ইসলামের ছেলে সাফিন (৪)।
অগ্নিকান্ডের ঘটনায় অবহেলা জনিত অভিযোগে বাস চালক ও মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করেন পুলিশ।