ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণপাড়ায় ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৭জন গ্রেপ্তার
Published : Tuesday, 23 March, 2021 at 12:00 AM
ইসমাইল নয়ন ॥
    কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ উপজেলায় বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ও বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীসহ ৭ জনকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে।
    থানা পুলিশ সূত্রে জানা গেছে, ব্রাহ্মণপাড়া থানার এসআই অর্নব কন্তি সানা গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ রবিবার বিকেলে উপজেলার মাধবপুর ইউনিয়নের রাজাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় ওই এলাকা থেকে ব্রাহ্মণবাড়ীয়া জেলার কসবা উপজেলার বারিখলা গ্রামের সিরাজ মিয়া প্রকাশ কসাই সিরাজের ছেলে বিল্লাল হোসেন (২৫) কে এক কেজি গাঁজাসহ গ্রেফতার করেন।
    এছাড়াও একইদিনে থানা পুলিমের এসআই মনিরুল ইসলাম, এএসআই সিরাজ ও এএস আই কৃষ্ণ সরকার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা দেউশ (মধ্যপাড়া) গ্রামে অভিযান পরিচালনা করে ওই গ্রামের আব্দুল জালিলের ছেলে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী কামাল আহমেদ (৩৭) কে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন। অপরদিকে একইদিন রাতে ব্রাহ্মণপাড়া থেকে পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার রনগোপালদি যৌথা এলাকার খলিল মৃধার ছেলে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী কাউছার মৃধা (২৬), ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের কল্পবাস গ্রামের গিয়াস উদ্দিনের স্ত্রী পাখি আক্তার, রামনগর গ্রামের মৃত রায়চাঁন নম এর ছেলে মন্টু চন্দ্র নম (মালো) ও তার ছেলে সেন্টু চন্দ্র নম (সুসান্ত) এবং উপজেলার মানরা গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে মজিবুর রহমানকে গ্রেফতার করেন থানা পুলিশ। পরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে করাগারে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ আপ্পেলা রাজু নাহা সত্যতা স্বীকার করেছেন।