Published : Wednesday, 24 March, 2021 at 12:00 AM, Update: 24.03.2021 1:13:02 AM
স্টাফ
রিপোর্টার: ভারতে ট্রেন দুর্ঘটনায় নিহত কুমিল্লা জেলা ছাত্রলীগের সাবেক
সভাপতি ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক ভিপি মিজানুর রহমান আজাদের
জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার বাদ জোহর দৌলতপুর জামে মসজিদ
প্রাঙ্গণে প্রথম জানাজা এবং বাদ আসর কুমিল্লা টাউন হল মাঠে দ্বিতীয় জানাজা
অনুষ্ঠিত হয়। প্রতিটি জানাজায় মরহুমের দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মীসহ
কুমিল্লার নানা শ্রেণি-পেশার অসংখ্য মুসল্লি অংশগ্রহণ করেন। পরে তাকে
টমসনব্রিজ কবরস্থানে দাফন করা হয়।
টাউন হল মাঠে অনুষ্ঠিত জানাজার পূর্বে
বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক
রিফাত ও মরহুমের ভাই আদর্শ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তারিকুর
রহমান জুয়েল। জানাজায় ইমামতি করেন কান্দিরপাড় জামে মসজিদের ইমাম মাওলানা
মোহাম্মদ ইব্রাহিম। জানাজার পূর্বে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের
নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও আশি ও নব্বইয়ের ছাত্র
গণআন্দোলনের সর্বদলীয় ছাত্র ঐক্য নেতৃবৃন্দ তাঁর সম্মানে স্যালুট প্রদান
করেন।
এর আগে শুক্রবার রাত ৯টার দিকে ভারতের কৃষ্ণনগরের তারক নগর হল্ট স্টেশনে রেললাইন পার হওয়ার সময় আসা ট্রেনের ধাক্কায়
আহত
হন মিজানুর রহমান আজাদ। এরপর তন্ময় নামে স্থানীয় এক যুবক তাকে উদ্ধার করে
স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। শক্তিনগর জিলা হাসপাতালে নেয়া হলে সেখানে তার
মৃত্যু হয়।
সোমবার রাত ১০টায় কাগজপত্র তৈরি ও আনুষঙ্গিক কাজ শেষে
যশোরের বেনাপোল দিয়ে তার মরদেহ বাংলাদেশে আনা হয়। হস্তান্তর প্রক্রিয়া শেষ
হওয়ার পর রাতেই লাশ নিয়ে কুমিল্লার উদ্দেশ্যে রওনা হন মিজানুর রহমান আজাদের
ছোটভাই কুমিল্লা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল।
পরদিন মঙ্গলবার বাদ জোহর দৌলতপুর জামে মসজিদ প্রাঙ্গণে প্রথম জানাজা এবং
বাদ আসর কুমিল্লা টাউন হল মাঠে দ্বিতীয় জানাজা শেষে তাঁকে দাফন করা হয়।