ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
আইসিইউ থেকে কেবিনে কাজী হায়াৎ
Published : Wednesday, 24 March, 2021 at 12:45 PM
আইসিইউ থেকে কেবিনে কাজী হায়াৎকরোনাক্রান্ত চলচ্চিত্র নির্মাতা-অভিনেতা-প্রযোজক কাজী হায়াতের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ) থেকে কেবিনে আনা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতার ছেলে কাজী মারুফ ও নির্মাতা এস এ হক অলিক। কাজী হায়াৎ বর্তমানে রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন।

কাজী মারুফ জানান, গতকাল (২৩ মার্চ) রাতে তাকে হাসপাতালটির সাধারণ কেবিন দেওয়া হয়েছে।

বলেন, ‘আব্বার শারীরিক অবস্থা আগের চেয়ে অনেকটাই ভালো। তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন। ওনার অক্সিজেন লেভেল ভালোর দিকে, এখন দিনে ৫-৬ লিটার অক্সিজেন লাগছে। গতকাল রাত সাড়ে ৯ টার দিকে আব্বাকে আইসিইউ থেকে কেবিনে আনা হয়েছে। এরপরও জ্বর এসেছিল।’

গত ১৫ মার্চ থেকে ৭৪ বছর বয়সী এই নির্মাতা হাসপাতালে ভর্তি আছেন। সেখানে তার স্ত্রী রোমিসা হায়াৎ-ও রয়েছেন। কাজী হায়াতের শারীরিক অবস্থার অবনতি হলে ২১ মার্চ বিকালে তাকে আইসিইউ নেওয়া হয়েছিল।

পুত্র মারুফ জানিয়েছিলেন, নির্মাতার ফুসফুস ৪০ শতাংশেরও বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

উল্লেখ্য, গত ৮ মার্চ কাজী হায়াৎ সস্ত্রীক করোনা পজিটিভ শনাক্ত হন। এরপর বাসাতেই ছিলেন তারা। তবে অসুস্থতা বাড়ায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়।