ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
রাজধানীতে রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধের অনুরোধ
Published : Wednesday, 24 March, 2021 at 2:31 PM
রাজধানীতে রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধের অনুরোধদেশে গত কয়েকদিন ধরে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি। এ কারণে রাত ৮টার মধ্যে সব ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানপাট বন্ধ রাখতে অনুরোধ জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বুধবার (২৪ মার্চ) রাজধানীর গোপীবাগের বয়েজ ক্লাব মাঠ পরিদর্শনে এসে তিনি এ অনুরোধ জানান।

তাপস বলেন, ‘দুটি অনুরোধ আমি নগরবাসীর প্রতি জানাতে চাই। একটি হলো, যেহেতু করোনা সংক্রমণ আবার বৃদ্ধি পাচ্ছে, সেহেতু রাত ৮টার মধ্যে আপনারা সব ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাঠ অবশ্যই বন্ধ করে দেবেন। আমাদের এটা করা অত্যন্ত প্রয়োজন। আমরা চাই রাত ৮টার মধ্যে সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হোক।  এতে করে করোনার সংক্রমণ অনেকাংশেই কমে আসবে। এতে করে রাতে আমরা ঢাকা শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন করে স্বাস্থ্যবিধি পরিপালন কার্যক্রম পরিচালনা করতে পারবো।’

তিনি আরও বলেন, ‘এছাড়া নগরবাসীর কাছে আমার দ্বিতীয় অনুরোধ, যে খাল-জলাশয়গুলো আমরা পরিষ্কার করছি আপনারা দয়া করে এসবে কোনও ধরনের বর্জ্য, ময়লা ফেলবেন না। যে পাম্প স্টেশনগুলো আমরা নিয়েছি সেগুলো আমরা সচল করেছি ইতোমধ্যে। আমাদের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চলছে। আশা করছি জলবদ্ধতা বিষয়ে ঢাকাবাসীকে আগের চেয়ে সুফল দিতে পারবো।’

শেখ তাপস বলেন, ‘তবে জলাবদ্ধতা বিষয়ে একটি আশঙ্কা রয়েছে। আমরা ইতোমধ্যে পানি উন্নয়ন বোর্ড এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের কাছে আবেদন করেছি ৫১টা স্লুইচ গেট আছে বেড়িবাঁধ সংলগ্ন। আমরা প্রস্তুতি নিয়েছি এগুলো আমাদের কাছে হস্তান্তর করলে সেগুলো মেরামত করবো, রক্ষণবেক্ষণ এবং কার্যকর করবো। স্লুইচ গেটের দুই প্রান্তে আমরা বর্জ্য অপসারণের কাজ করে চলেছি, যেন পানি নিষ্কাশন প্রবাহটা ঠিক থাকে। কিন্তু স্লুইচগেটগুলো মেরামত করে কার্যকর যদি না করা যায় তাহলে পানি নিষ্কাশনে আমাদের প্রতিবন্ধকতা হবে। এজন্য আমরা আবেদন করেছি। আমরা আশাবাদী তারা আমাদের কাছে এগুলো হস্তান্তর করবেন। যদি তারা হস্তান্তর না করেন তবে জলাবদ্ধতা নিরসণে সেগুলো কার্যকর এবং সঠিকভাবে রক্ষণাবেক্ষণের পদক্ষেপ তাদের এখনই নিতে হবে।’

মাঠ পরিদর্শনকালে মেয়রের সঙ্গে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কাউন্সিলররা উপস্থিত ছিলেন।