ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দেবিদ্বারে ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে পৌরসভার মাস্ক বিতরণ
শাহীন আলম
Published : Wednesday, 24 March, 2021 at 7:02 PM
দেবিদ্বারে ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে পৌরসভার মাস্ক বিতরণকুমিল্লার দেবিদ্বারে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের মাঝে মাস্ক বিতরণ করেছে দেবিদ্বার পৌরসভা। বুধবার  বেলা সাড়ে ১১ টায় দেবিদ্বার নিউ মার্কেট কাচা বাজার, পান বাজার, পেয়াজ বাজার, মাছ বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে মাস্ক বিতরণ করেন।
ইউএনও রাকিব হাসান বলেন, গণসচেতনতা বৃদ্ধি ও  মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধকরণের  লক্ষ্যে  পৌর সভার ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। বর্তমানে বাংলাদেশে করোনা প্রকোপ বেড়ে চলছে। সকলের উচিত মাস্ক ব্যবহারসহ শারীরিক দুরত্ব বজায় রাখা।    
পৌরসভা অফিস সূত্রে জানা গেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসানের নির্দেশনায় দেবিদ্বার পৌরসভার অর্থায়নে এ মাস্ক বিতরণ কার্যক্রম উদ্বোধন করে পৌরসভার সচিব মো. ফখরুল ইসলাম।
বিতরণকালে উপস্থিত ছিলেন, পল্লী বিদ্যুতের (ডিজিএম) মৃনাল কান্তি চৌধুরি, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মো. ইকবাল হোসেন রুবেল,  কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য মো. সাদ্দাম হোসেন, পৌরসভার কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম, মো. হারুনুর রশিদ, দেবিদ্বার পৌর যুবলীগের সহসভাপতি মো. কাজী সুমন, মো. নাজিম উদ্দিন, পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন, এসএস সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাজী শিহাব, যুগ্ম সাধারণ সম্পাদক প্রণব দাস,  মো. নুরুউদ্দিন।