লাকসাম রেলের অজান্তেই লাইনের ওপর পৌরসভার রাস্তা!
Published : Thursday, 25 March, 2021 at 12:00 AM
মাসুদ
আলম।। কুমিল্লার লাকসামে রেলওয়ের ৫টি লাইনের উপর দিয়ে সড়ক নির্মাণে ঝুঁকি
তৈরি করেছে পৌরসভা। সড়ক নির্মাণের বিষয়টি রেলওয়ে কর্তৃপক্ষকে জানানোই হয়নি।
এতে এই কাজ নিয়ে প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ায় রেলওয়ের উর্ধ্বতন কর্মকর্তাদের
হস্তক্ষেপে লাইনের উপর দিয়ে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।
কর্তৃপক্ষের
অভিযোগ, বিনা অনুমতিতে রেলট্র?্যাকের উপর দিয়ে সড়ক নির্মাণে চেক রেলের মুখ
বন্ধ হয়ে যাচ্ছিল। এই মুখ বন্ধ হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে
পারতো।
জানা যায়, রেলওয়ে পূর্বাঞ্চলের অধীন কুমিল্লার লাকসাম রেলওয়ে
জংশনে রয়েছে দুটি প্রধান রেললাইন আর তিনটি শাখা লাইন। প্রধান লাইন দিয়ে
প্রতিদিনই চলাচল করছে আন্তঃনগর ট্রেন। আর শাখা লাইন দিয়ে চলাচল করে লোকাল ও
ডেমু ট্রেন। এই ৫টি লাইনের উপর দিয়ে এক পাশ থেকে অন্যপাশে যাওয়ার জন্য সড়ক
নির্মাণ করছিল একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। খবর পেয়ে রেলওয়ের কর্মকর্তারা
গিয়ে কাজ বন্ধ করে দিয়েছেন।
রেলওয়ের কর্মকর্তারা জানান, রেললাইনের উপর
দিয়ে সড়ক নির্মাণের বিষয়ে তারা রেলওয়েকে কিছু জানায়নি। তাই মঙ্গলবার দুপুর
১২টার দিকে গিয়ে নির্মাণ কাজ বন্ধ কওে দেওয়া হয়।
জানা গেছে, যে সড়কটি নির্মাণ করা হচ্ছিল, সেটি লাকসাম-রেলওয়ে জংশন দরবেশপাড়া সড়ক।
লাকসাম
রেলওয়ে জংশনের স্টেশনমাস্টার শাহাব উদ্দিন কুমিল্লার কাগজকে জানান, কিছু
শ্রমিক বিনা অনুমতিতে রেল ট্র?্যাকের উপর দিয়ে রাস্তা বানাচ্ছিল। এতে চেক
রেলের মুখ বন্ধ হয়ে যেতো। এই রাস্তা দিয়ে বিভিন্ন যানবাহনও একপাশ থেকে
অন্যপাশে চলাচল করে। এখানে কোনো গেটম্যানও নেই। আমাদের দেখে সড়কের
নির্মাণকাজ বন্ধ করে চলে যায় শ্রমিকরা। তবে কোন প্রতিষ্ঠান কাজ করছিল, তা
জানা সম্ভব হয়নি।
জানতে চাইলে লাকসাম পৌরসভার মেয়র অধ্যাপক আবুল খায়ের
কুমিল্লার কাগজকে বলেন, ‘এই সড়কের উন্নয়নকাজ করা হচ্ছে। সবসময় রেলওয়ের
সীমানার ভেতরের অংশ বাকি রেখে বাইরের সড়কের নির্মাণকাজ করা হয়। রেলওয়ের
অংশটি তারাই করে। তাই রেলওয়ের অভিযোগ সত্য নয়।’