মো. মিজানুর রহমান
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশ গত বুধবার (২৪ মার্চ) রাত আনুমানিক ১১.৪৫ ঘটিকার সময় জগপুর এলাকায় অভিযান চালিয়ে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। এসময় দুই আসামী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। এ ব্যাপারে সদর দক্ষিণ মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, গত বুধবার রাত আনুমানিক ১১.৪৫ ঘটিকার সময় জগপুর এলাকায় কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার এসআই সুজন ও এএসআই ডালিম সঙ্গীয়ফোর্সসহ অভিযান চালিয়ে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করছে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জয়নগর গ্রামের আবু তাহেরের পুত্র মাসুদ (২৫) ও জগপুর গ্রামের সিরাজুল ইসলামের পুত্র শাহাদাৎ (৩২) পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী জানান, কুমিল্লার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে।