ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণপাড়ায় গণহত্যা দিবস পালন
ইসমাইল নয়ন।।
Published : Thursday, 25 March, 2021 at 7:36 PM, Update: 25.03.2021 7:40:06 PM
 ২৫ মার্চ গণহত্যা দিবস পালন উপলক্ষে বীরের কণ্ঠে বীর কাহিনী ও মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ মূলক আলোচনা সভা বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।  উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া সিদ্দিকা'র সভাপতিত্বে সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ কবির আহাম্মদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে  উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের,  থানার অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ইদ্রিস মিয়া মাষ্টার ও নুরুল ইসলাম, মুক্তিযোদ্ধা বীর বিক্রম আবদুল মান্নান, বীর বিক্রম  আবদুল বারী, মুক্তিযোদ্ধা বীর প্রতিক রবিউল্লাহ, মুক্তিযোদ্ধা মোঃ ফুল মিয়া, মুক্তিযোদ্ধা আমির খান, শিক্ষা অফিসার সেলিম মুন্সি, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, সমবায় কর্মকর্তা মুমিনুল ইসলাম, ইউআরসি ইন্সট্রাক্টর হাজেরা বেগম, প্রধান শিক্ষক আবু হানিফসহ উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী  বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মকর্তাবৃন্দ।