মেহেরপুরের গাংনী উপজেলার কাচারি পাড়ায় অগ্নিকাণ্ডে ছানারুল ইসলাম নামে এক ব্যক্তির বাড়ি ভস্মীভূত হয়েছে। এ সময় অগ্নিকাণ্ডে নগদ ৯০ হাজার টাকাসহ পাঁচ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। আগুন নেভাতে গিয়ে শাহারুল ইসলাম নামে এক ব্যক্তির দু'হাত আগুনে ঝলসে যায়।
বৃহস্পতিবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। আহত শাহারুল ইসলাম উপজেলার কাজিপুর গ্রামের কাচারি পাড়া আবু হোসেনের ছেলে।
ছানারুল ইসলাম জানান, তার প্রয়োজনীয় কাজের জন্য বুধবার ব্যাংক থেকে ৯০ হাজার টাকা উত্তোলন করে আনেন। হঠাৎ আজ আগুনে পুড়ে তার সব শেষ হয়ে গেছে। বর্তমানে তার ঘরের শুধু সিমেন্টের পিলার দাঁড়িয়ে আছে। তিনি সরকারি সাহায্য-সহযোগিতার জন্য উপজেলা প্রশাসনের সহায়তা কামনা করেছেন।
কাজিপুর ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. খবির উদ্দিন জানান, স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে তার সব পুড়ে ছাই হয়ে গেছে।
গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরএম সেলিম শাহনেওয়াজ জানান, তারা যদি সাহায্য-সহযোগিতা চাই আমরা আমাদের সাধ্যমত দেওয়ার চেষ্টা করব।