ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বার্ডে গ্রামীণ নারী উদ্যোক্তা তৈরী ও ক্ষমতায়নে প্রশিক্ষণ কোর্স সমাপ্ত
Published : Friday, 26 March, 2021 at 12:00 AM
গতকাল বৃহস্পতিবার বার্ডের রাজস্ব বাজেটে পরিচালিত মহিলা শিক্ষা, আয় ও পুষ্টি উন্নয়ন (মশিআপুউ) প্রকল্পের উপকারভোগীদের জন্য ১৫-২৫ মার্চ ২০২১ (৮ কর্মদিবস) মেয়াদে “নারী উদ্যোক্তা তৈরি ও ক্ষমতায়নে  ক্ষুদ্র ও কুটির শিল্প এবং গার্মেন্টস ডিজাইন ও খাদি শিল্প ইত্যাদি পণ্যের বিপনন এবং পার্লারিং দক্ষতা উন্নয়ন”বিষয়ক প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়। কোর্সের সমাপনী অধিবেশনে  সভাপতিত্ব করেন বার্ডের সম্মানিত মহাপরিচালক জনাব মো: শাহজাহান। সভাপতি মহোদয় নারীদের বর্তমান সময়ের প্রেক্ষিতে উদ্যোগী হয়ে কাজ করার উপর গুরুত্বারোপ করেন। কোর্স পরিচালক ও সহযোগী কোর্স পরিচালক ও সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন যথাক্রমে জনাব নাছিমা আক্তার, যুগ্ম পরিচালক ও প্রকল্প পরিচালক (মশিআপুউ), বার্ড, জনাব ফরিদা ইয়াসমিন, উপ-পরিচালক ও সহযোগী প্রকল্প পরিচালক, বার্ড এবং জনাব সাইফুন নাহার, উপ-পরিচালক (প্রশিক্ষণ), বার্ড।