‘গুনাইঘর উত্তর ইউনিয়ন পরিষদ হবে একটি জনসেবা মূলক প্রতিষ্ঠান’
Published : Friday, 26 March, 2021 at 12:00 AM
শাহীন আলম, দেবিদ্বার।
দেবিদ্বার উপজেলার গুনাইঘর উত্তর ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার আশ^াস দিয়ে মুকুল বলেন, সময়মত ইউনিয়নবাসী সরকারী সুযোগ সুবিধা পেয়ে যাবেন, যারা ভাতার পাওয়ার যোগ্য তাদের ভাতা সময়মত ঘরে ঘরে পৌছে দেয়া হবে। সকল প্রকার হয়রানি বন্ধ করে ইউনিয়ন পরিষদকে করা হবে একটি জনসেবা মূলক প্রতিষ্ঠান। ধনী গরিব সবার জন্য উম্মুক্ত থাকবে। যাদের এলাকার সমস্যায় বিচার সালিসের প্রয়োজন সেগুলো গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে নিজ নিজ এলাকায় সমাধান করা হবে। সালিসের নামে অর্থ বাণিজ্য এ ইউনিয়নের বন্ধ করা হবে। বৃহস্পতিবার বাঙ্গুরিতে একটি নির্বাচনী মত বিনিময় সভায় এসব কথা বলেন চেয়াম্যান পদপ্রার্থী মো. মোকবল হোসেন মুকুল। ওয়ার্ড আ.লীগের সভাপতি মো. মোখলেছুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে মুকুল আরও বলেন, আপনারা আমাকে সর্বাত্মিক সহযোগিতা করুন। একটি আধুনিক আলোকিত ইউনিয়ন গড়ার প্রত্যয়ে এ ইউনিয়ন পরিষদের দুঃখী মেহনতি মানুষের পাশে থেকে কাজ করে যাব। তিনি আরও বলেন, রাস্তা সংস্কার, প্রতিটি এলাকায় গোরস্থানে জায়গা গ্রহণ, গুরুত্বপূর্ণ বাজারে পাবলিক টয়লেট স্থাপন, নিরাপদ পানির ব্যবস্থাসহ গুনাইঘর উত্তর ইউনিয়নকে একটি আধুনিক আলোকিত ইউনিয়ন গড়ার সকল রকম ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত, দায়বদ্ধতা নিশ্চিত করে একটি উন্নত মডেল ইউনিয়নে পরিনত করার লক্ষ্যে সকলকে আমার পাশে দাঁড়ানোর অনুরোধ করছি। তারিক রিয়াদের পরিচালনায় মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন ওয়ার্ড আ.লীগের সহ সভাপতি গিয়াস উদ্দিন সরকার, বশির খান, বাবুল হোসেন, সাধারণ সম্পাদক কবীর আহমেদ, সহ সাধারণ সম্পাদক আবদুল মালেক সরকার, কাজি আতিক,কাজী জুয়েল, গাজী আসিফ প্রমুখ।