ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বুড়িচংয়ে স্কুল ছাত্র রায়হানের নিখোঁজের এক মাসে ও সন্ধান মেলেনি
Published : Friday, 26 March, 2021 at 12:00 AM
বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি ।। কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়ন এর শংকুচাইল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র রায়হান উদ্দিনের (১৪) নিখোঁজের এক মাস অতিবাহিত হলেও পুলিশ আজও তার সন্ধান বের করতে পারেনি। এঘটনায় নিখোঁজ স্কুল ছাত্র রায়হানের বাবা আবুল বাশার বুড়িচং থানায় একটি সাধারণ ডাইরি করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়ন এর শংকুচাইল গ্রামের মোঃ আবুল বাশারের ছেলে স্থানীয় শংকুচাইল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র মোঃ রায়হান উদ্দিন গত ১৫ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টায়  বাড়ি থেকে বের হয়ে এলাকার বাজারে গিয়ে আর বাড়ি ফিরে আসেনি। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করে কোথাও তার সন্ধান পাইনি। এ ব্যপারে নিখোঁজ স্কুল ছাত্র মোঃ রায়হান উদ্দিনের (১৪) পিতা মোঃআবুল বাশার ১৪ মার্চ বুড়িচং থানায় একটি সাধারণ ডাইরি করেছেন (নং-৫৭৬)।
এ ব্যপারে বুড়িচং থানার সেকেন্ড অফিসার সুজয় কুমার মজুমদার বলেন শংকুচাইল গ্রামের মোঃ আবুল বাশার এর ছেলে মোঃ রায়হান উদ্দিন নিখোঁজ সংক্রান্ত একটি সাধারণ ডাইরি করা হয়েছে। বিষয়টি তদন্ত করছেন থানার এ এস আই মোঃ শাহজালাল। আমরা সম্ভাব্য সকলে স্থানে সন্ধান চালিয়েছি। আশা করছি দ্রুত সময় নিখোঁজ রায়হানের সন্ধান খোঁজে পাব।