ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুবিতে বঙ্গবন্ধু পরিষদের পৃথক মোমবাতি প্রজ্বলন
Published : Friday, 26 March, 2021 at 12:00 AM
তানভীর সাবিক, কুবি ।।
২৫ শে মার্চ জাতীয় গণহত্যা দিবসে মুক্তিযুদ্ধের সকল শহিদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে পৃথক মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বঙ্গবন্ধু পরিষদের দুটি অংশ।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে দুলাল-জুলহাস অংশ মোমবাতি দিয়ে ৫০ এঁকে এবং ৮ টায় মিজান-নাসির অংশ ২৫ এঁকে এ কর্মসূচি পালন করে।
এসময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদের (দুলাল-নাসির অংশ) সভাপতি ড. দুলাল চন্দ্র নন্দী, সাধারণ সম্পাদক ড. জুলহাস মিয়া, শিক্ষক সমিতির সভাপতি ড. শামিমুল ইসলাম, সাধারণ সম্পাদক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন, আইন অনুষদের ডিন মো. রশিদুল ইসলাম শেখ, ছাত্র পরামর্শক ও নির্দেশনা কার্যলয়ের পরিচালক অধ্যাপক ড. জি.এম. মনিরুজ্জমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।
মোমমাতি প্রজ্বলন শেষে পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভার বক্তারা বলেন, স্বাধীনতার ৫০ বছরকে বিষয়বস্তু করে আমরা এ মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে প্রতিটি জায়গায় আলো ছড়িয়ে দিতে প্রতিকী কর্মসূচি পালন করছি। পাশাপাশি ২৫ শে মার্চের সে ভয়াল কালোরাতে এবং মুক্তিযুদ্ধের সকল শহিদের আত্মত্যাগকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি।
এদিকে, বঙ্গবন্ধু পরিষদ মিজান-নাসির নেতৃত্বাধীন অংশের উদ্যোগে সন্ধ্যা ৮ টায় শহিদ মিনারে মোমবাতি প্রজ্বলন করা হয়। এসময় এ অংশের সভাপতি ড. মোহাম্মদ মিজানুর রহমান এবং কার্যনির্বাহী সদস্য স্বপন চন্দ্র মজুমদার উপস্থিত ছিলেন।
তবে পূর্বঘোষিত কর্মসূচিতে মাত্র দু'জন কেন উপস্থিত ছিলেন-এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আজ ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের শিক্ষকরা আলোচনা সভা ও প্রীতিভোজ আয়োজনে ব্যস্ত থাকায় এখানে অংশগ্রহণ করতে পারেননি। সংখ্যাগত দিক নয়, বরং সম্মান জানানোটাই মুখ্য ধরে আমরা এ কর্মসূচি পালন করেছি।