কুবি ছাত্রলীগের মোমবাতি প্রজ্বলন ও ব্ল্যাক আউট কর্মসূচি পালন
Published : Friday, 26 March, 2021 at 12:00 AM
তানভীর সাবিক, কুবি ।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগের আয়োজনে ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্বলন ও ব্লাক আউট কর্মসূচি পালন করা হয়েছে।
২৫ মার্চ (বৃহস্পতিবার) সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ছাত্রলীগের কেন্দ্রী কার্যনির্বাহী সংসদের পূর্বঘোষিত কর্মসূচি মোমবাতি প্রজ্বলন ও পরে রাত ৯ টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের পাদদেশ ১ মিনিট প্রতীকী 'ব্ল্যাক আউট' কর্মসূচি পালন করা হয়।
এতে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদের একাংশের সাধারণ সম্পাদক ও শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রভোস্ট ড. মো. জুলহাস মিয়া, আইন বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি মো: আবু বকর ছিদ্দিক, গণিত বিভাগের প্রভাষক মোঃ জনি আলম, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সাধারণ সম্পাদক হানিফ ওয়াহিদ, কাজী নজরুল ইসলাম হলের সভাপতি ইমরান হোসাইনসহ ছাত্রলীগের নেতৃবৃন্দ।