বাইউস্টে জাতীয় গণহত্যা দিবস পালন
Published : Friday, 26 March, 2021 at 12:00 AM
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি-বাইউস্ট ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবসের শহীদের স্মরণে ভার্চুয়েল পদ্ধতিতে কর্মসূচী পালন করেছে। বাইউস্ট কালচারাল কাবের তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানের প্রারম্ভেই পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন বাইউস্ট শিক্ষার্থী রিদওয়ান হোসেন। সূচনা বক্তব্য রাখেন কালচারাল কাবের সহ-উপদেষ্টা ও সহকারী অধ্যাপক মোহিনুর আক্তার। জাতীয় গণহত্যা দিবসের ওপর মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী ও সম্মানীত সেনাবাহিনী প্রধানের বানী পাঠ করেন কালচারাল কাবের সহ-উপদেষ্টা ও প্রভাষক ফারিয়া নওরীন আনসারী। ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে সংঘটিত হত্যাকান্ডের ওপর আলোচনা ও স্মৃতিচারণ করেন, আমন্ত্রীত অতিথি, আলহাজ্ব মো. ওমর ফারুক, মুক্তিযোদ্ধা ২ নং সেক্টর। ট্রেজারার কর্ণেল প্রফেসর মো: মোশাররফ হোসেন (অব:) দিবসের তাৎপর্য নিয়ে বক্তব্য প্রদান করেন। তিনি বলেন ১৯৭১ সালের ২৫ মার্চ দিবাগত রাতে পাক-হানাদার বাহিনী ‘অপারেশন সার্চ লাইট’-এর নামে নিরস্ত্র ও নীরিহ বাঙালির উপর নির্বিচারে হত্যাযজ্ঞ চালায় যা বিশ্বের নৃশংসতম গণহত্যাসমূহের অন্যতম। যার ফলশ্রুতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ২৬ মার্চ প্রত্যুষে গ্রেফতারের প্রাক্কালে স্বাধীনতার ঘোষণা দেন। ট্রেজারার শহীদদের পবিত্র স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। অনুষ্ঠান শেষে শহীদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়, মোনাজাত পরিচালনা করেন প্রভাষক মো. হাসানুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন কালচারাল কাবের সদস্য শ্রাবণী দাস ও তনুশ্রী দত্ত। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রেজিষ্ট্রার কর্ণেল সুমন কুমার বড়ুয়া (অব:), ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।