মো. মিজানুর রহমান
Published : Saturday, 27 March, 2021 at 1:08 PM, Update: 27.03.2021 1:11:24 PM
মো. মিজানুর রহমান:
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পশ্চিম জোড়কানন ইউনিয়নের সুয়াগঞ্জ বাজার সংলগ্ন ভাটপাড়া গ্রামে আজ শুক্রবার (২৬ মার্চ) সকাল ৯টায় নাদিম (৩২) নামক এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকেরা। এলাকায় অধিপত্য নিয়ে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের এক নেতার সমর্থকদের মধ্যে গত কয়েকমাস বিরোধ চলে আসছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে। নিহত নাদিমের বিরুদ্ধে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানাসহ বিভিন্ন থানায় ২৪টি মামলা রয়েছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, এলাকায় অধিপত্য বিস্তারের জের ধরে আজ শুক্রবার (২৬ মার্চ) সকাল ৯টায় কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের এক নেতা সমর্থিত রিপন, ফারুক, খোকা, বেলাল, রানা তাদের দলবল নিয়ে ভাটপাড়া গ্রামে নাদিমের বাড়িতে গিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। গুরুতর আহত অবস্থায় নাদিমকে কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে ভর্তি করা হলে সকাল ১০টায় সে মারা যায়। নিহত নাদিমের স্ত্রী আমেনা বেগম, ভাই রাসেল, বাবা ইদু মিয়াও এসময় তাঁকে বাঁচাতে গিয়ে হামলায় আহত হয়। তারা বর্তমানে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত নাদিমের বিরুদ্ধে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানাসহ বিভিন্ন থানায় ২৪টি মামলা রয়েছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। এ ঘটনায় আব্দুল মান্নান নামক একজনকে আটক করেছে পুলিশ।
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছে। নিহতের মৃতদেহ ময়না তদন্তের জন্য কুমিল্লা কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে মর্গে রয়েছে। আগামীকাল শনিবার ময়না তদন্ত করা হবে। (সন্ধ্যা সাড়ে ৭টায়) এ রিপোর্ট লেখা পর্যন্ত কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় মামলা হয়নি। এলাকার থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ ঘটনার পর পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে।