মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছ উপজেলা প্রশাসন,আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ,স্বেচ্ছাসেবক লীগ,শ্রমিক লীগ ও তাঁতীলীগ। শুক্রবার উপজেলা প্রশাসন এর আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয় ও সূর্যদয়ের সাথে সাথে সকল সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানে পতাকা উত্তোলন করা হয় এবং উপজেলা পরিষদ প্রাঙ্গনে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন করা হয়েছে। এছড়াও সকাল ৮ ঘটিকার সময় অনুষ্ঠানিকভাবে কুচকাওয়াজ ও পতাকা উত্তোলন করা হয়েছে এবং ১০:৩০ মিনিটে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনাসহ ”জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং সুবর্ণ জয়ন্তীতে দেশের উন্নয়ন” বিষয়ক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা-২(হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী। উপজেলা নির্বাহী অফিসার মোছাম্মৎ রাশেদা আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ পারভেজ হোসেন সরকার, সহকারী কমিমনার (ভূমি) রুবাইয়া খানম, ওসি সৈয়দ মোহাম্মদ আহসানুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শওকত আলী,সাধারণ সম্পাদক মোঃ মহসীন ভূইয়া, উপজেলা আ.লীগের সাবেক আহবায়ক ও কুমিল্লা উত্তর জেলা আ.লীগের সদস্য মোঃ তোফাজ্জল হোসেন ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান মোঃ ফরহাদ আহম্মেদ ফকির,বলরামপুর ইউপি চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক মোঃ নুরনবী,সাতানী ইউপি চেয়ারম্যান মোঃ শামসুল হক সরকার,নারান্দিয়া ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ সালাহউদ্দিন আহম্মেদ,ভিটিকান্দি ইউপি চেয়ারম্যান মোঃ আবুল হোসেন মোল্লা,জগতপুর ইউপি চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান,বীর মুক্তিযোদ্ধা মোঃ বাছেদ সওদাগর প্রমূখ। এদিকে তিতাস উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের অয়োজনে কড়িকান্দি বাজারস্থ দলীয় কার্যালয় প্রাঙ্গনে২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন এবং শহীদ মুক্তিযোদ্ধাদের স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ভিডও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা-২(হোমনা-তিতাস)আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী। উপজেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শওকত আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মহসিন ভূঁইয়ার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ পারভেজ হোসেন সরকার, উপজেলা আ.লীগের সাবেক আহবায়ক ও কুমিল্লা উত্তর জেলা আ.লীগের সদস্য মোঃ তোফাজ্জল হোসেন ভূঁইয়া। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আ.লীগের সাবেক সদস্য সচিব দেওয়ান মোহাম্মদ জাহাঙ্গীর, সহ-সভাপতি মোঃ শাহ আলম শান্তি, মোঃ অনোয়ার হোসেন ভূঁইয়া,ফজলুল হক প্রধান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ ছাইদুর রহমান ছাদির, উপজেলা সদর কড়িকান্দি ইউনিয়ন আ.লীগের সভাপতি আবু ইউছুফ চিশতি,সাধারণ সম্পাদক মোঃ ছাইদুর রহমান ভূঁইয়া,মজিদপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি মোঃ মেস্তাক আহমেদ ভূঁইয়া, ঢাকা দক্ষিন ৩৯ ওয়ার্ড আ.লীগের সাবেক সহ-সভাপতি মশিউর রহমান আজাদ প্রমূখ।