ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার দায়ে চান্দিনায় ৯ প্রতিষ্ঠানকে জরিমানা
ভ্রাম্যমান আদালতের অভিযান
Published : Monday, 5 April, 2021 at 9:05 PM
রণবীর ঘোষ কিংকর।
কুমিল্লার চান্দিনায় লকডাউনের প্রথম দিন চান্দিনা বাজারে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার অপরাধে ৯টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

সোমবার (৫ এপ্রিল) বিকেলে চান্দিনা বাজারে অভিযান  চালায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাঈমা ইসলাম। এসময় ৯টি মামলায় ৮ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালত। 

এর মধ্যে চান্দিনা বাজারের ইলেট্রনিক্স দোকান, জুতার দোকান, টাইস এন্ড স্যানেটারী ও  মোবাইল সামগ্রী দোকান রয়েছে।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাঈমা ইসলাম জানান- কঠোর ভাবে লকডাউন কার্যকর করতে আমরা তৎপর রয়েছি। প্রথম দিনই ৯টি মামলা করেছি। আগামীদিন (মঙ্গলবার) থেকে আরও কঠোর ভাবে আমাদের অভিযান চলবে।