ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণে হ্যালো ছাত্রলীগের ক্যাম্পিং ও মাস্কবিতরণ
Published : Tuesday, 6 April, 2021 at 12:00 AM
শাহীন আলম, দেবিদ্বার||
কুমিল্লার দেবিদ্বারে স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিকরণ, জনসচেতনতা বৃদ্ধি, সরকারি নির্দেশনা মেনে জনসমাগম না করতে ক্যাম্পিং ও মাস্ক বিতরণ করা হয়েছে। কুমিল্লা ৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের নির্দেশনায়  সোমবার (৫ এপ্রিল) দুপুরে নিউ মার্কেট চত্ত্বর, কাচা বাজারে এ ক্যাম্পিং ও মাস্ক বিতরণ করেন হ্যালো ছাত্রলীগ।
হ্যালো ছাত্রলীগের কর্ণধার ও কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি মো. আবু কাউছার অনিকের নেতৃত্বে এসময় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, দপ্তর সম্পাদক  মেহেদী হাসান সৈকত, সহ সম্পাদক আনোয়ার হোসেন বাপ্পু, সদস্য আমির হোসেন,  দেবিদ্বার পৌর ছাত্রলীগের সহসভাপতি মো. সাব্বির আহমেদ পলাশ, মো. নাজমুল হাসান, এসএ সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রণব চন্দ্র দাস, উপজেলা ছাত্রলীগের সদস্য মো. রাতুল রহমান আশিক, কামরুজ্জামান শুভ, শাকিল আহমেদ প্রমুখ। হ্যালো ছাত্রলীগের কর্ণধার ও কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি মো. আবু কাউছার অনিক জানান, করোনার দ্বিতীয় ধাপেও মানুষের বিপদ আপদে পাশে থাকবে হ্যালো ছাত্রলীগ। এরই ধারাবাহিকতায় সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের নির্দেশনায় মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ক্যাম্পিং করা হয়েছে। এছাড়াও পূর্বের মত লকডাউনে অসহায় ও কর্মহীনদের মাঝে খাদ্য বিতরণ, করোনায় মৃত ব্যক্তিদের কাফন -দাফনসহ মানবিক সকল কার্যক্রম চালু রাখবে হ্যালো ছাত্রলীগ।