ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ভ্রাম্যমাণ আদালত চান্দিনায় ৯ প্রতিষ্ঠানকে জরিমানা
Published : Tuesday, 6 April, 2021 at 12:00 AM
রণবীর ঘোষ কিংকর: কুমিল্লার চান্দিনায় লকডাউনের প্রথম দিন চান্দিনা বাজারে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার অপরাধে ৯টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার (৫ এপ্রিল) বিকেলে চান্দিনা বাজারে অভিযান  চালায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাঈমা ইসলাম। এসময় ৯টি মামলায় ৮ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালত।
এর মধ্যে চান্দিনা বাজারের ইলেট্রনিক্স দোকান, জুতার দোকান, টাইস এন্ড স্যানেটারী ও  মোবাইল সামগ্রী দোকান রয়েছে।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাঈমা ইসলাম জানান- কঠোর ভাবে লকডাউন কার্যকর করতে আমরা তৎপর রয়েছি। প্রথম দিনই ৯টি মামলা করেছি। আগামীদিন (মঙ্গলবার) থেকে আরও কঠোর ভাবে আমাদের অভিযান চলবে।