কুমিল্লার বুড়িচংয়ে উন্নয়ন সহায়তা (ভতুর্কি) কার্যক্রমে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকরণ প্রকল্প ৫০% ভর্তুকি হিসেবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২ টি কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ করা হয়েছে। এতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে মেশিন
বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন মাননীয় কৃষি মন্ত্রী কৃষিবিদ ড. মো: আব্দুর রাজ্জাক, এমপি। এসময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লা
অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. আমিনুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক কৃষিবিদ মো. মিজানুর রহমান, বুড়িচং উপজেলা চেয়ারম্যান আখলাক হায়দার। বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার মোছাম্মৎ সাবিনা ইয়াছমিনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা বানিন রায়। উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাদিয়া তাসমিন, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নিখিল চন্দ্র শীল, উপসহকারি কৃষি কর্মকর্তা মো. মিজানুর রহমান, উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো. খোরশেদ আলম, উপসহকারি কৃষি কর্মকর্তা আ: জলিল, উপসহকারি কৃষি কর্মকর্তা মো. বিল্লাল হোসেন, উপসহকারি কৃষি কর্মকর্তা সুলতানা ইয়াসমিন, উপসহকারি কৃষি কর্মকর্তা শাহিনা আক্তার, উপসহকারি কৃষি কর্মকর্তা বিলকিছ আক্তার, জাকির হোসেনসহ অন্যান্য উপ-সহকারি কৃষি কর্মকর্তাগণ। উল্লেখ্য, প্রায় ২৮ লক্ষ টাকা মূল্যের এ হার্ভেস্টার মেশিন ক্রয়ে সংশ্লিষ্ট কৃষককে সরকার ৫০% ভতুর্কি তথা ১৪ লক্ষ টাকা প্রদান করেছে । বাকী ৫০% তথা ১৪ লক্ষ টাকা ব্যয়ে কৃষককে তা ক্রয় করতে হয়েছে। কৃষি যান্ত্রিকরণ প্রকল্প ৫০% ভর্তুকি হিসেবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২ টি কম্বাইন্ড হারভেস্টার মেশিন প্রাপ্তরা হলেন- বুড়িচং ষোলনল ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মো. জয়নাল আবেদীন ও ভারেল্লা উত্তর ইউনিয়নের কংশনগর গ্রামের কৃষক মো. জাহাঙ্গীর আলম। আধুনিক কৃষি ও কৃষকের জীবন মান উন্নয়নে উক্ত হার্ভেস্টার মেশিন ব্যাপক ভূমিকা রাখবে বলে বক্তারা তাদের অভিমত ব্যক্ত করেন।