ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় এক দিনে ৯৩ জন করোনায় আক্রান্ত, মৃত্যু ১
Published : Wednesday, 7 April, 2021 at 12:00 AM, Update: 07.04.2021 12:40:13 AM
কুমিল্লায় এক দিনে ৯৩ জন করোনায় আক্রান্ত, মৃত্যু ১জহির শান্ত ||
কুমিল্লায় একদিনে আরো ৯৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়াও এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বরুড়া উপজেলার ৩৯ বছর বয়সী এক নারী। মঙ্গলবার বিকেলে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাড়ালো ১০ হাজার ২ শ’ ৪৪-এ। আর করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৩০৪ জন।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার প্রাপ্ত ৩৫১টি নমুনা পরীক্ষার রিপোর্টের মধ্যে ৯৩ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। এর মধ্যে ৭০ জনই কুমিল্লা সিটিকর্পোরেশন এলাকার বাসিন্দা।
অন্যান্য আক্রান্তদের মধ্যে বরুড়া উপজেলার ৩ জন, ব্রাহ্মণপাড়ার ১জন, বুড়িচংয়ে ২ জন, চান্দিনায় ১জন, চৌদ্দগ্রামে ২জন, সদর দক্ষিণে ১ জন, সদর উপজেলার ১জন, দাউদকান্দির ১জন, দেবীদ্বারের ২ জন, লাকসামের ৬ জন, তিতাসের ১জন এবং লালমাই উপজেলার ২ জন রয়েছেন।
এছাড়াও বিদেশগামী যাত্রীদের ৪৫৫টি নমুনা পরীক্ষার মধ্যে ১০ জনের করোনা সনাক্ত হয়েছে বলে সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয়।