ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণপাড়ায় এক পোস্ট মাষ্টারের বিরুদ্ধে নানা অভিযোগ
Published : Wednesday, 7 April, 2021 at 12:00 AM, Update: 07.04.2021 12:38:41 AM
ব্রাহ্মণপাড়ায় এক পোস্ট মাষ্টারের বিরুদ্ধে নানা অভিযোগস্টাফ রিপোর্টার ॥ কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা সদর ইউনিয়নের ধান্যদৌল পোষ্ট অফিসের কার্যক্রম দীর্ঘদিন যাবত স্থবির হয়ে পরে আছে। সেবা না পেয়ে পোষ্ট মাস্টারের বিরুদ্ধে নানা অভিযোগ এনে ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে প্রতিবাদ সভা করেছেন এলাকাবাসী। প্রতিবাদ সভা শেষে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ প্রদান করেন ঐ পোস্ট অফিস আওতাধীন এলাকার লোকজন। এছাড়াও এলাকাবাসী একই সাথে কুমিল্লা বিভাগের ডেপুটি পোষ্ট মাস্টার জেনারেলের বরাবর একাধিক লিখিত অভিযোগ দাখিল করেছেন বলেও জানান তারা।
অভিযোগের প্রেক্ষিতে জানা যায়, ধান্যদৌল গ্রামের মৃত আমীর খান চৌধুরীর ছেলে ইসলাম খান চৌধুরী (পোষ্ট মাষ্টার) বিগত ১৪ থেকে ১৫ বছর যাবত ধান্যদৌল পোষ্ট অফিসটির কার্যক্রম স্থবির করে রেখেছেন। বর্তমানে পোষ্ট অফিসটি অবহেলিত ও অরক্ষিত রয়েছে। সরকারি ও বেসরকারি কোন কার্যক্রম পরিচালিত হয়না এই পোষ্ট অফিসে। পোষ্ট মাস্টার ইসলাম খান চৌধুরী পোষ্ট অফিস বন্ধ রেখে তার ব্যাক্তিগত ব্যবসা প্রতিষ্ঠানে সময় দিয়ে আসছেন। তার এমন কর্মকান্ডে ডাক যোগাযোগ সেবা থেকে বঞ্চিত হচ্ছে এলাকাবাসী। এছাড়াও আরও বিভিন্ন অনিয়মের অভিযোগ উল্যেখ করা হয় অভিযোগ পত্রে।
এদিকে পোষ্ট মাস্টার ইসলাম খান চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে প্রতিবাদ সভা করেছেন এলাবাসী। প্রতিবাদ সভা শেষে নানা অভিযোগ এনে একাধিক লিখিত অভিযোগ পত্র উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া সিদ্দিকার নিকট প্রদান করেন ডাক যোগাযোগ সেবা বঞ্চিত লোকজন। এছাড়াও তারা একই অভিযোগ কুমিল্লা বিভাগের ডেপুটি পোষ্ট মাস্টার জেনারেলের বরাবর দাখিল করেছেন।
অভিযোগ পত্র দাখিল করেন, ধান্যদৌল গ্রামের মাঞ্জু মিয়ার ছেলে সোহরাব হোসেন, একই এলাকার আবু তাহের মোল্লার ছেলে ইস্রাফিল মোল্লা, কল্পবাস গ্রামের আব্দুল মালেকের ছেলে শাহীন আলম, জসিম উদ্দিনের ছেলে ওমর ফারুক, শাহ জাহানের ছেলে সলাউদ্দিন, নন্দীপাড়া গ্রামের মৃত রেয়াছত আলীর ছেলে মোহন মিয়া, কল্পবাস গ্রামের সিদ্দিকুর রহমান সহ আরও একাধিক ব্যাক্তি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া সিদ্দিকা বলেন, পোষ্ট মাস্টারের বিরুদ্ধে ঐ এলাকার একাধিক ব্যাক্তি লিখিত অভিযোগ প্রদান করেছেন এবং আমি তাদের বলেছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে জানাতে।
এদিকে অভিযোগের বিষয়ে ইসলাম খান চৌধুরী বলেন, পারিকবারিক শত্রুতার কারনে একদল মানুষ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। আমি পোস্ট অফিসের কোন অন্যায়ের সাথে জড়িত না।