মনোহরগঞ্জের বিপুলাসারে সচেতনতামূলক ক্যাম্পেইন
Published : Wednesday, 7 April, 2021 at 12:00 AM
মোঃ হুমায়ুন কবির মানিক, কুমিল্লা প্রতিনিধি।
মহামারী করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকার ঘোষিত ‘লকডাউন’ বাস্তবায়ন এবং যথাযথ স্বাস্থ্য বিধি মেনে চলতে জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কুমিল্লার মনোহরগঞ্জে সচেতনতামূলক ক্যাম্পেইন করেছেন বিপুলাসার ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান দুলাল। লকডাউনের দ্বিতীয় দিন মঙ্গলবার দিনব্যাপী তিনি বিপুলাসার বাজারে এ ক্যাম্পেইন করেন।
যথাযথ স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব মেনে চললে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলা সম্ভব হবে উল্লেখ করে পথচারী জনসাধারণ এবং স্থানীয় ব্যবসায়ীদেরকে মাস্ক পরিধান, স্বাস্থ্য বিধি ও ‘লকডাউন’ মেনে চলতে অনুরোধ করেন ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান দুলাল। তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর সুদক্ষ নেতৃত্বে আমরা করোনার প্রথম ঢেউ মোকাবেলায় সক্ষম হয়েছি। প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে চললে ইনশাআল্লাহ করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলা করাও সম্ভব হবে। সাময়িক বিপর্যয়ে অধৈর্য্য হওয়া যাবে না। সরকারি নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনকে সহায়তা করতে হবে। জনস্বার্থ এবং রাষ্ট্রীয় স্বার্থের কথা বিবেচনা করে প্রত্যেক নাগরিককে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।’
এসময় মাস্ক পরিধানে উদ্বুদ্ধ করতে পথচারী জনসাধারণ এবং স্থানীয় ব্যবসায়ীদের মাঝে তিনি ব্যক্তিগত অর্থায়নে মাস্ক বিতরণ করেন। সচেতনতামূলক ক্যাম্পেইনে বিপুলাসার ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাজহারুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং বাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে একই দিন বিপুলাসার বাজারে সচেতনতামূলক ক্যাম্পেইন করেছেন বিপুলাসার ইউনিয়ন যুবলীগের সভাপতি ইকবাল মাহমুদ। মাস্ক পরিধানে উদ্বুদ্ধ করতে পথচারী জনসাধারণ এবং স্থানীয় ব্যবসায়ীদের মাঝে তিনি বিনামূল্যে মাস্ক বিতরণ করেন। এসময় বিপুলাসার ইউনিয়ন যুবলীগের অন্যান্য নেতৃবৃন্দ এবং বাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।