ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
সায়েদাবাদে ভবন থেকে ইট মাথায় পড়ে পথচারীর মৃত্যু
Published : Thursday, 8 April, 2021 at 12:00 AM
রাজধানীর সায়েদাবাদ এলাকায় একটি নির্মাণাধীন ভবন থেকে পড়া ইটের আঘাতে আহত হয়ে এক পথচারীর মৃত্যু হয়েছে।
নিহত শিউলি আক্তার (৩৬) সায়েদাবাদ এলাকার চা বিক্রেতা দেলোয়ার হোসেনের স্ত্রী। তাদের গ্রামের বাড়ী মুন্সীগঞ্জের বিক্রমপুরে।
বুধবার বেলা সোয়া ১টার দিকে আহত শিউলিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে ফাঁড়ি পুলিশের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান।
নিহতের বোন শাহনাজ বেগম বলেন, শিউলি ক্ষুদ্র ঋণদাতা একটি এনজিওতে কিস্তি তোলার কাজ করতেন। বুধবার বেলা সাড়ে ১২টার দিকে কিস্তি তুলে ফেরার সময় নির্মাণাধীন এক বাড়ির তিনতলা থেকে একটি আস্ত ইঁট তার মাথায় পড়ে।
“এতে শিউলি পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।”
যাত্রাবাড়ি থানার এসআই বিল্লাল আল আজাদ বলেন, ঘটনাস্থলে গিয়ে নির্মাণাধীন বাড়িতে কাউকে পাওয়া যায়নি। তবে পুরো ঘটনা জানার চেষ্টা করা হচ্ছে। কেউ দোষী হয়ে থাকলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।