শীতলক্ষ্যায় লঞ্চ ডুবে ৩৪ নিহতের ঘটনায় মামলা
Published : Thursday, 8 April, 2021 at 12:00 AM
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর কয়লাঘাট এলাকায় কোস্টাল জাহাজের ধাক্কায় যাত্রীবাহী লঞ্চ ডুবে ৩৪ জন নিহত হওয়ার ঘটনায় বিআইডব্লিউটিএ মামলা করেছে। মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে বিআইডব্লিউটিএ’র উপপরিচালক নৌযান ট্রাফিক বাবু লাল বৈদ্য বাদী হয়ে বন্দর থানায় এই মামলা দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেন বন্দর থানার ওসি দীপক চন্দ্র।
ওসি জানান, দুর্ঘটনার জন্য দায়ী কার্গো জাহাজের অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে ইনল্যান্ড শিপিং অর্ডিন্যান্স ১৯৭৬-এর ৭০ পেনাল কোর্ড ২৮০, ৩০৪, ৩২৯, ৩৩৮, ৪২৭, ৪৩৭ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।
মামলার এজাহারে শীতলক্ষ্যা কার্গো জাহাজটিকে বেপরোয়া গতিতে চালানো এবং অবৈধ প্রতিযোগিতাকেই দায়ী করা হয়েছে। এছাড়া মামলায় লঞ্চডুবির ঘটনায় নিহত ৪৩ জনের নাম উল্লেখ করা হয়েছে।
এ ব্যাপারে বন্দর থানার ওসি জানান, মঙ্গলবার রাতে বিআইডব্লিউটিএ’র উপ-পরিচালক (যান্ত্রিক ও ট্রাফিক) বাবুলাল বৈদ্য বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। মামলা নম্বর ৬। মামলাটির সুষ্ঠু তদন্ত করে দায়ী কার্গো জাহাজটিকে শনাক্ত করে জাহাজের চালক, মাস্টারসহ সংশ্লিষ্টদের আইনের আওতায় নিয়ে আসা হবে।