ব্রাহ্মণপাড়ায় দাম্পত্য কলহে অন্ত:সত্ত্বা গৃহবধূর আত্মহত্যা
Published : Thursday, 8 April, 2021 at 12:00 AM
ব্রাহ্মণপাড়া প্রতিনিধি: কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ গ্রামে মনি আক্তার মিম (১৮) নামে তিন মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছে বলে তথ্য পাওয়া গেছে। দাম্পত্য কলহের জের ধরে বিয়ের মাত্র ৬ মাসের মাথায় ওই গৃহবধূ আত্মহত্যা করেছে বলে জানা গেছে। এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
মামলার এজাহার ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার সাহেবাবাদ গ্রামের রফিকুল ইসলামের ছেলে মোঃ আল-আমিন রিপনেরর সাথে ছয় মাস পূর্বে পার্শ্ববর্তী ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মন্দবাগ গ্রামের নুরু মিয়ার মেয়ে মনি আক্তার মিমের বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের সংসারে বিভিন্ন কারণে ঝগড়া লেগে থাকত। এরই মধ্যে মিম তিন মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে । পারিবারিক কলহের জের ধরে গত সোমবার সকাল সাড়ে দশটায় মিম বিষপান করে বসত ঘরের পাশে বাথরুমে পড়ে থাকে। তার নাকে-মুখে ফেনা ও মুখে বিষের গন্ধ দেখতে পেয়ে তার স্বামী ও বাড়ির লোকজন তাকে উদ্ধার করে প্রথমে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে পরদিন মঙ্গলবার রাত সাড়ে বারোটার দিকে তাকে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে মারা যান মিম। ওইদিনই দুপুরে তার লাশ বাড়িতে আনা হয়।
বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার ওসি আপ্পেলা রাজু নাহা জানান, খবর পেয়ে থানার এসআই শফিকুল ইসলাম ওই গৃহবধূর শ্বশুরালয়ে পৌঁছে লাশের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।