ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লা সীমান্তে অস্ত্র-গোলাবারুদ ও মাদকদ্রব্য উদ্ধার
Published : Thursday, 8 April, 2021 at 12:00 AM
নিজস্ব প্রতিবেদক।।  কুমিল্লায় সীমান্তে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরী বন্দুক, চারটি গুলি, দুইটি কার্টিজ, ৩৬টি টার্গেট ট্যাবলেট, ৪৮টি সেনেগ্রা ট্যাবলেট এবং ৯৯৬পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। বুধবার (৭ এপ্রিল) কুমিল্লার সদর উপজেলার সীমান্ত পিলার ২০৮২/১৩-এস হতে এক কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে “গাজীপুর” নামক স্থান হতে পরিত্যক্ত অবস্থায় এই অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর পক্ষে সহকারী পরিচালক মোঃ পারভেজ শামীম জানান, ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধীনস্থ মথুরাপুর বিওপি’র বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার সীমান্ত পিলার ২০৮২/১৩-এস হতে এক কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে “গাজীপুর” এলাকায় অভিযান চালায়। এসময় পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরী বন্দুক, ০৪টি গুলি, ০২টি কার্টিজ, ৩৬টি টার্গেট ট্যাবলেট, ৪৮টি সেনেগ্রা ট্যাবলেট এবং ৯৯৬টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে কুমিল্লা কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
উদ্ধারকৃত অস্ত্র-গোলাবারুদ এবং মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩ লাখ ১৪ হাজার ৪০০ টাকা।