ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দাউদকান্দিতে করোনা সংক্রমণ রোধে মাক্স বিতরণ
Published : Friday, 9 April, 2021 at 12:00 AM, Update: 09.04.2021 12:46:39 AM
দাউদকান্দিতে করোনা সংক্রমণ রোধে মাক্স বিতরণআলমগীর হোসেন,দাউদকান্দি।।
কুমিল্লার দাউদকান্দিতে করোনা সংক্রমন রোধে নাগরিকদের মাঝে মাক্স বিতরণ করেছেন কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মো. জুয়েল রানা এবং দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহিনুর আলম সুমন ।
বুধবার বিকেলে দাউদকান্দির গৌরীপুর, আমিরাবাদ ও ইলিয়টগঞ্জে এসব মাক্স বিতরণ করা হয়। এসময় তারা নাগরিকদের মাক্স পড়তে উৎসাহ দেন। স্বাস্থ্যবিধি মেনে চলতে নির্দেশনা দেন। এ ছাড়া লকডাউনে খুব বেশি জরুরি কাজ ছাড়া বাসা-বাড়ি থেকে বের না হওয়ার আহ্বান জানান।
এ সময় কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মো. জুয়েল রানা বলেন, সম্প্রতি দেশে করোনা সংক্রমের হার বেড়েছে। এই সংক্রমন রোধে সরকার লকডাউন ঘোষণা করেছে। পাশপাশি নাগরিকদের চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। এমন পরিস্থিতি কেউ বাড়ির বাইরে বের হলে তাকে স্বাস্থ্যবিধি মেনে যাতায়াত করতে হবে।
দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহিনুর আলম সুমন জানান, করোনা সংক্রমণের দিক থেকে কুমিল্লা ঝুকিপূর্ণ জেলা। এর মধ্যে দাউদকান্দি উপজেলায় সংক্রমণের দিক থেকে এগিয়ে। এখন নাগরিকেরা স্বাস্থ্যবিধি মেনে চললেই এই সংক্রমণের হাত থেকে রা মিলবে।