ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় যুবলীগ কর্মী নাদিম হত্যা মামলার আরেক আসামি গ্রেপ্তার
Published : Friday, 9 April, 2021 at 12:00 AM, Update: 09.04.2021 12:47:23 AM
কুমিল্লায় যুবলীগ কর্মী নাদিম হত্যা মামলার আরেক আসামি গ্রেপ্তারমো. মিজানুর রহমান ||
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পশ্চিম জোড়কানন ইউনিয়নের ভাটপাড়া গ্রামের ইদু মিয়ার পুত্র যুবলীগ কর্মী ও ২৪ মামলার আসামী মো. নাদিম মিয়া (৩২) কে কুপিয়ে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার ২৪নং আসামী জোড়কানন গ্রামের আব্দুর রহিম মিয়ার পুত্র শান্ত (২২) কে গত বুধবার গভীররাতে চৌদ্দগ্রাম থানা এলাকা গ্রেফতার করেছেন কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশ। আজ বৃহস্পতিবার (৮ এপ্রিল) তাকে ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে সোপর্দ করেছেন বলে নিশ্চিত করেছেন কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী ।
উল্লেখ্য, গত ২৮ মার্চ গভীর রাতে নিহতের পিতা বাদী হয়ে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মোঃ ইলিয়াছ মিয়াকে প্রধান আসামী ও আরো ২৮ জনকে এজহার নামীয় আসামী করে মামলা দায়ের করেছেন। গত ২৬ মার্চ সকাল নয়টায় ২০/২৫ জনের একদল সন্ত্রাসী ভাটপাড়া গ্রামের ইদু মিয়ার ঘরে ঢুকে তাঁর
পুত্র যুবলীগ কর্মী ও ২৪ মামলার আসামী মো. নাদিম মিয়া কে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে (কুমেক) ভর্তি করা হলে সকাল ১০টায় সে মারা যায়। এসময় নিহতের স্ত্রী আমেনা বেগম, ভাই মহসিন, পিতা ইদু মিয়া ও মা রহিমা বেগমও আহত হন। উক্ত মামলায় একই গ্রামের ইসহাক মিয়ার পুত্র আব্দুল মান্নান (৩৮) কে হত্যাকান্ডের পর পরই গ্রেফতার করেছেন কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশ।