গ্রানাডাকে হারিয়ে এগিয়ে থাকলো ম্যানইউ
Published : Friday, 9 April, 2021 at 12:00 AM
উয়েফা
ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বৃহস্পতিবার দিবাগত রাতে
মুখোমুখি হয় গ্রানাডা ও ম্যানচেস্টার ইউনাইটেড। গ্রানাডার মাঠে এই ম্যাচে
২-০ গোলে জয় পেয়েছে ম্যানইউ। এই জয়ে সেমিফাইনালের পথে এগিয়ে থাকলো
ইংল্যান্ডের কাবটি।
ঘরের মাঠে ম্যানইউর বিপে দারুণ লড়াই করে স্পেনের
কাবটি। কিন্তু গোলের দেখা পায়নি তারা। ৩১ মিনিটের মাথায় ম্যানইউর মার্কাস
রাশফোর্ড গোল করে এগিয়ে নেন দলকে। এটি ছিল চলতি মৌসুমে সব ধরনের
প্রতিযোগিতায় তার ২০তম গোল।
গোল হজম করার পর শোধ দিতে মরিয়া হয়ে ওঠে
গ্রানাডা। একের পর এক আক্রমণ শানিয়ে দারুণ পরীা নিতে থাকে ম্যানইউর গোলরক
ডেভিড ডি গিয়ার। তবে তাকে ফাঁকি দিতে পারেনি তারা। প্রথমার্ধের বিরতিতে
যাওয়ার আগে ইয়ানজেল হেরেরার নেওয়া শট পোস্টে লেগে ফিরে আসে। তাতে পিছিয়ে
থেকেই বিরতিতে যায় স্বাগতিকরা।
দ্বিতীয়ার্ধেও চলে হাড্ডাহাড্ডি লড়াই।
তবে কাঙ্খিত গোলের দেখা পায়নি গ্রানাডা। ম্যাচের শেষ মিনিটে (৯০) পেনাল্টি
পায় ম্যানইউ। পেনাল্টি থেকে ব্রুনো ফার্নান্দেজ গোল করে ২-০ ব্যবধানের জয়
নিশ্চিত করেন।
আগামী বৃহস্পতিবার (১৫ এপ্রিল) ফিরতি লেগে ওল্ড ট্রাফোর্ডে মুখোমুখি হবে দল দুটি।