ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
পদ্মায় বেড়েছে গাড়ির চাপ, বাড়ছে ফেরির সংখ্যা
Published : Friday, 9 April, 2021 at 12:00 AM
মুন্সিগঞ্জের শিমুলিয়া ও মাদারীপুরের বাংলাবাজার ঘাটে পণ্যবাহী গাড়ির চাপ বৃদ্ধি পাওয়ায় ফেরির সংখ্যা বাড়ানো হয়েছে।
শুক্রবার (৯ এপ্রিল) বিআইডাব্লিউটিসি শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) সাফায়েত আহমেদ বলেন, লকডাউনের কারণে গত পাঁচদিন শিমুলিয়া-বাংলাবাজার নৌ-রুটে সীমিত পরিসরে ফেরি চললেও বর্তমানে কে-টাইপ, ডাম্প ও রোরো মিলিয়ে সর্বমোট ১৪টি ফেরি দিয়ে পারাপার কাজ চলছে।
তিনি বলেন, কাঁচামালসহ অন্যান্য পণ্যবাহী পাঁচ শতাধিক গাড়ি দুই ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে। এ অবস্থায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তে ১৬টি ফেরির মধ্যে ১৪টি সচল করা হয়েছে। এখন শুধুমাত্র পণ্যবাহী, জরুরি রোগী, লাশবাহী অ্যাম্বুলেন্স ও ব্যক্তিগত গাড়ি পারাপার করা হচ্ছে।
এর আগে গত সোমবার (৫ এপ্রিল) লকডাউনে গণপরিবহন বন্ধের নির্দেশে শিমুলিয়া-বাংলাবাজার নৌ-রুটে সীমিত পরিসরে ফেরি চলাচল শুরু হয়। এসময় শুধুমাত্র রোগী ও লাশবাহী অ্যাম্বুলেন্স পারাপার করা হচ্ছিল।