ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
‘তিতাসের সকল রাস্তার সংস্কার কাজ কারা হবে’
Published : Friday, 9 April, 2021 at 12:00 AM
কবির হোসেন, তিতাস ঃ কুমিল্লা -২ (হোমনা-তিতাস) আসনের এমপি সেলিমা আহমাদ মেরী বলেছেন, তিতাস উপজেলার সকল রাস্তার সংস্কার কাজ করা হবে। আপনারা কোনো প্রকার চিন্তা করবেন না । আমি তিতাসের সকল রাস্তার সংস্কার কাজ করার জন্য কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ। তিনি আরো বলেন, সম্প্রতি কৃষি মন্ত্রীর সাথে কথা বলেছি তিতাস -হোমনায় ভরাট হয়ে যাওয়া সকল খাল খনন করা হবে, যাতে কৃষকরা সেচের অভাবে ফসল আবাদ করা বন্ধ না করে। গতকাল শুক্রবার বিকালে উপজেলার কালাই গোবিন্দপুরস্থ এমপির নির্মাণাধীন ভবন পরিদর্শনকালে একথা বলেন সেলিমা আহমাদ মেরী এমপি।
এর আগে সেলিমা আহমাদ এমপি হোমনাস্থ পাথালিয়াকান্দি তাহার নিজ বাসভবন থেকে তিতাসের উদ্দেশ্যে রওয়ানা হলে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. সারওয়ার হোসেন বাবু ও তিতাস উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক সাইফুল আলম মুরাদের নেতৃত্বে শতাধিক মোটর বাইক নিয়ে হোমনা পঞ্চবটি ব্রিজ থেকে রিসিভ করে তিতাসের কালাই গোবিন্দপুর নিয়ে জান।
এসময় যুবলীগ ও ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক কামরুল হাসান তুষারের নেতৃত্বে ছাত্রলীগের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে উপজেলার বৃহত্তর বাতাকান্দি বাজারসহ আশপাশের এলাকা। এসময় উপস্থিত ছিলেন তিতাস উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মজিবুর রহমান মুন্সি,কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য হাজি নাছির উদ্দিন, তিতাস উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক মোসলেম উদ্দিন, নারান্দিয়া ইউপি চেয়ারম্যান ইনঞ্জিনিয়ার সালাউদ্দিন, মজিদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মুকবুল মাহমুদ প্রধান,সদর কড়িকান্দি ইউনিয়ন যুবলীগের সভাপতি আওলাদ হোসেন মুন্সি, মজিদপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি রুহুল আমিন,সাতানী ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. লিটন। এছাড়াও ইউনিয়ন পর্যায়ের যুবলীগের সাধারণ সম্পাদকদের মধ্যে উপস্থিত ছিলেন তাজুল ইসলাম তারা, বিল্লাল হোসেন মেম্বার, রিপন মাহমুদ, মো.শাহিন ভূইয়া,জগতপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি দেলোয়ার  হোসেন,সাধারণ সম্পাদক আমির হোসেন ও তিতাস উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি কামাল পারভেজসহ উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের কয়েকশতাধিক নেতাকর্মী।