তিতাস নদীর পাড়ের মাটি যাচ্ছে ইট ভাটায়
Published : Sunday, 11 April, 2021 at 12:00 AM
তিতাস প্রতিনিধিঃ কুমিল্লার তিতাসে অবাধে গোমতী নদীর পাড়ের কেটে মাটি নিয়ে যাওয়া হচ্ছে ইট ভাটায় । প্রভাবশালীরা কৃষিজমি সুরা আইনের তোয়াক্কা না করে এক্সকেভেটর দিয়ে গোমতী নদীর পাড় ও ফসলি জমি থেকে বেপরোয়াভাবে মাটি কেটে ইট ভাটায় নিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে করে গোমতী নদীর পাড় যেমন ঝুকিতে পড়ছে অপর দিকে ফসলি জমির পরিমাণও হ্রাস পাচ্ছে, অন্যদিকে পরিবেশের ওপর বিরূপ প্রভাব এবং ঘরবাড়ি হুমকিতে পড়েছে।
মাটি খেকোরা সরকারি দলের ছত্রচ্ছায়ায় থাকায় কেউ তাদের এই অপকর্মে বাধা দিতে সাহস পাচ্ছে না। ভুক্তভোগীরা এ ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট বিভাগের জরুরি হস্তপে কামনা করেছেন।ভুক্তভোগীদের অভিযোগ, গোমতী নদীর পাড় থেকে গভীরভাবে খনন করে মাটি উত্তোলন করায় আশপাশের জমি ভেঙে পড়ছে। কৃষকরা সব সময় আতঙ্কে থাকেন কখন কার জমি ভেঙে পাশের গর্তে পড়ে।
সরেজমিনে গিয়ে দেখা যায় উপজেলার লালপুট ডিম চর ও গোমতীর পাড় থেকে ভ্যাকুমেশিন দিয়ে ফসলি জমিসহ মাটি কেটে ট্রাক্টর দিয়ে নিয়ে যাচ্ছে স্থানীয় কয়েকটি সিন্ডিকেট।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া খানম বলেন, বিষয়টি আমার জানা নেই,আমি তসিলদারের কাছ থেকে বিষয়টি জেনে নেই। যদি এমনটি হয়ে থাকে তাহলে অবশ্যই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবো।