ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় করোনার দ্বিতীয় ডোজ নিলেন ১০ সহস্রাধিক মানুষ  
Published : Sunday, 11 April, 2021 at 12:00 AM, Update: 11.04.2021 12:41:36 AM
কুমিল্লায় করোনার দ্বিতীয় ডোজ নিলেন ১০ সহস্রাধিক মানুষ  তানভীর দিপু: কুমিল্লায় দুই দিনে করোনার দ্বিতীয় ডোজ নিয়েছেন ১০ হাজারেরও বেশি মানুষ। শুক্রবার টিকাদান বন্ধ থাকায় গতকাল শনিবার টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ৬ হাজার ১শ ৯৩ জন। এর আগে বৃহস্পতিবার টিকার দ্বিতীয় ডোজ নেন ৪ হাজার ৪ শ ৫২ জন।  কুমিল্লা সিভিল সার্জন  কার্যালয় সূত্রে জানা গেছে, প্রতিদিনই বাড়ছে টিকা গ্রহনকারীর সংখ্যা। শনিবার সকালে কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আলহাজ্ব আ ক ম বাহাউদ্দিন বাহার ও কুমিল্লার সাবেক জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর সস্ত্রীক টিকার দ্বিতীয় ডোজ গ্রহন করেন। এর আগে বৃহস্পতিবার টিকা প্রদানের প্রথম দিনই টিকার দ্বিতীয় ডোজ নেন কুমিল্লার বর্তমান জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান ও পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ। এর আগে গত বুধবার করোনার দ্বিতীয় ডোজের জন্য ১ লাখ ৪১ হাজার টিকা কুমিল্লায় এসে পৌঁছায়। এছাড়া প্রথম চালারে কুমিল্লার জন্য প্রথম ডোজেরও টিকা আসে ২ লাখ ৮৮ হাজার ডোজ। কুমিল্লাতে বর্তমানে ৪২ টি টিকা কেন্দ্রে করোনার প্রথম ও দ্বিতীয় ডোজের টিকা দেয়া হচ্ছে। ১৭টি উপজেলায় ২টি করে কেন্দ্র ছাড়াও কুমিল্লা সদর হাসপাতাল ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে টিকা দান কেন্দ্র রয়েছে।