ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
লকডাউন শেষ না হতেই ফেনীতে গণপরিবহন চলাচল শুরু
Published : Sunday, 11 April, 2021 at 2:24 PM
লকডাউন শেষ না হতেই ফেনীতে গণপরিবহন চলাচল শুরু হয়েছে। আজ রবিবার রাত ১২টা পর্যন্ত মহাসড়কে দূর-পাল্লার যাত্রীবাহী বাস চলাচল নিষিদ্ধ থাকলেও সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলছে যাত্রীবাহী বাস।
 
লকডাউন কার্যকর হওয়ার পর থেকে শনিবার (১০ এপ্রিল) পর্যন্ত মহাসড়কে যাত্রীবাহী বাস চলাচল না করলেও আজ সকাল থেকে লাক্সারি কোচ ব্যতীত অন্যান্য সকল গণপরিবহন চলাচল করতে দেখা গেছে। এ প্রসঙ্গে ফেনীর ট্রাফিক পুলিশ কোনো মন্তব্য না করে বলেন, 'বাস মালিক পক্ষকে জিজ্ঞাসা করুন তারা কেন পরিবহন চালাচ্ছে।'