সচেতনতা বৃদ্ধিতে সিএনজি শ্রমিকদের মাঝে মাস্ক ও হ্যান্ড স্যানেটাইজার বিতরণ
Published : Sunday, 11 April, 2021 at 12:00 AM
নিজস্ব প্রতিদেবক।। করোনা মোকাবেলায় ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কুমিল্লা জেলা অটোরিকশা সিএনজি শ্রমিক ইউনিয়ন রেজি: ১৫৬৯ এর উদ্যোগে সিএনজি চালিত অটোরিকশার শ্রমিকদের মাঝে হ্যান্ড স্যানেটাইজার ও মাস্ক বিতরণ করা হয়েছে। রবিবার কুমিল্লা নগরীর কান্দিরপাড়, টমছমব্রিজ, পদুয়ার বাজার বিশ^রোড ও কোটবাড়ীসহ বিভিন্ন স্ট্যান্ডে প্রায় ৫ শতাধিক সিএনজি শ্রমিকদের মাঝে হ্যান্ড স্যানেটাইজার ও মাস্ক বিতরণ করে।
হ্যান্ড স্যানেটাইজার ও মাস্ক বিতরণের এর কার্যক্রম উদ্বোধন করেন কুমিল্লা জেলা সিএনজি শ্রমিক ইউনিয়ন ১৫৬৯ এর সাধারণ সম্পাদক মো: আলম।
এর আগে করোনা সচেতনতা বৃদ্ধি ও লকডাউনে চলাচলে দিক নির্দেশনামূলক জরুরী আলোচনা সভায় সিদ্ধান্ত নেন নির্বাহী বোর্ড। শনিবার সন্ধ্যায় সংগঠনের প্রধান কার্যালয়ে টমছমব্রিজ অফিসে সভাপতি হাজী আবদুল কাদেরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহ সভাপতি খন্দকার আবু কাউসার, সাধারণ সম্পাদক মো: আলমসহ কমিটির সদস্যরা।
এসময় শ্রমিকনেতারা বলেন, করোনায় শুধু মাস্ক ও হ্যান্ড স্যানেটাইজার নয়, আমরা অতীতেও তাদের পাশে থেকে ত্রাণ সামগ্রী, নগদ অর্থ ও বিভিন্ন সহযোগিতা করে এসেছি। আগামী দিনে করোনার পরিস্থিতি ও লকডাউনের কোন অনির্দিষ্ট সময়ে ঘোষণা আসে, তাহলে আমরা শ্রমিকদের পাশে থেকে কাজ করে যাবো।
এছাড়া মাস্ক বিতরণে বিভিন্ন স্ট্যান্ডে উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো. কবির হোসেন, কোষাধ্যক্ষ জিএম কামাল, প্রচার সম্পাদক মো. জুয়েল, দপ্তর সম্পাদক আমির হোসেন ভুট্টু ও কেরানী সজিব প্রমুখ।