ব্রাহ্মণপাড়ায় এসিল্যান্ডকে বিদায় ও বরণ
Published : Sunday, 11 April, 2021 at 12:00 AM
ইসমাইল নয়ন ||
বিদায় নিলেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী। গতকাল রবিবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অফিসার্স ক্লাবের আয়োজনে বিদায় ও বরণ অনুষ্ঠান হয়। এছড়াও অনুষ্ঠানে নব যোগদানকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আসমাকে ফুলেল শুভেচ্ছার মধ্যদিয়ে বরণ করেন প্রশাসন ও অফিসার্স ক্লাবের সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া সিদ্দিকার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আবু জাহের। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ফারুক আহাম্মেদ। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আবু হাসনাত মো. মহিউদ্দিন মুবিন, উপজেলা প্রকৌশলী মো. সাইফুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার শুভ সূত্রধর, উপজেলা মৎস্য কর্মকর্তা জয় বনিক, কৃষি সম্প্রসারন কর্মকর্তা মো. মজিবুর রহমান, শিক্ষা অফিসার সেলিম মুন্সি, মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহাম্মেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. এনামুল হক, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা কাজী সফিকুল ইসলাম, আমার বাড়ি আমার খামার প্রকল্পের সমন্বয়ক মো. হালিম, ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল হক শাকিল, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম, অর্থ সম্পাদক অপু খান চৌধুরী ও প্রচার সম্পাদক আতাউর রহমান সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
জানা গেছে, ব্রাহ্মণপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী গত আড়াই বছরে সততা ও নিষ্ঠার সাথে ভূমি সেবা প্রদানের মাধ্যমে ব্রাহ্মণপাড়া উপজেলাবাসীর কাছে প্রিয় ও একজন জনবান্ধব কর্মকর্তা হিসেবে বেশ পরিচিতি লাভ করেন। তিনি ব্রাহ্মণপাড়া উপজেলা থেকে চট্টগ্রাম বিভাগীয় কমিশনাররের কার্যালয়ে বদলি হয়েছেন। আড়াই বছরের কর্মজীবনে ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষের ভালোাসা ও বিভিন্ন স্মৃতি নিয়ে তিনি অশ্রুসিক্ত নয়নে গতকাল রবিবার দুপুরে বিদায় নেন।