ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
১৫ বছর পর স্বজনদের কাছে ফিরল নাঙ্গলকোটে শারমিন
Published : Sunday, 11 April, 2021 at 12:00 AM
স্টাফ রিপোর্টার: কুমিল্লার নাঙ্গলকোটের শারমিন (২০) হারিয়ে যাওয়ার ১৫ বছর পর স্বজনদের কাছে ফিরেছেন। ইউটিউভ চ্যানেল ‘আপন ঠিকানা’ কার্যালয়ে মা, বোন ও ভাইকে পেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন শারমিন। এসময় পুরো স্টুডিও জুড়ে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
জানা যায়, ৫ বছর বয়সে শারমিনের চাচা তাকে ঢাকায় একটি বাসায় কাজের জন্য দিয়ে আসে। ওই বাসায় গৃহকত্রীর নির্মম নির্যাতনের শিকার হয়ে পাশের বাসার রুমা নামক কাজের মেয়ের সহযোগিতায় সে অন্যত্র কাজ নিয়ে চলে যায়। সেই থেকেই নিখোঁজ শারমিন। পরিবার অনেক খোঁজাখুজি করলেও তার সন্ধান মিলেনি। সে যতই বড় থাকে ততই স্বজনদের নিকট ফিরে আসার আকাঙ্খা জাগতে থাকে।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) শারমিন ‘আপন ঠিকানা’ নামক একটি ইউটিউব চ্যানেলে সরাসরি সাক্ষাতকার দেন। ওই সাক্ষাতকারে তার বাড়ি কুমিল্লার নাঙ্গলকোটে জানিয়ে স্বজনদের কাছে ফিরে যাওয়ার আকুতি জানায়। শারমিনের ভিডিও ফুটেজটি মুহুর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে স্থানীয় সাংবাদিক সময়ের দর্পণ স্টাফ রিপোর্টার সাংবাদিক রবিউল হোসেন রাজু উপজেলার পেরিয়া ইউনিয়নের রুদ্রচুমা গ্রামে তার বাড়ি বলে নিশ্চিত হন।
শনিবার (১১ এপ্রিল) সাংবাদিক রাজু শারমিনের মা, বড় বোন ও এক ভাইকে নিয়ে ঢাকায় ‘আপন ঠিকানা’ স্টুডিওতে যান। শারমিন একে একে স্বজনদের দেখার পর পুরো স্টুডিও জুড়ে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। একপর্যায়ে ‘আপন ঠিকানা’ এর কর্নধার আর.জে কিবরিয়া শারমিনকে তার স্বজনদের হাতে তুলে দেন।
সাংবাদিক রবিউল ইসলাম রাজু শারমিন স্বজনদের কাছে ফিরে আসার বিষয়টি নিশ্চিত করেন বলেন, ১৫ বছর আগে হারিয়ে একটি মেয়ে স্বজনদের কাছে ফিরে যাওয়ার আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়। সামাজিক দায়বদ্ধতা থেকে মেয়েটির পরিবারের সন্ধান দিতে পেরে মহান রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া আদায় করছি।