ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
নিষেধাজ্ঞা অমান্য করে মহাসড়কে চলছে দূরপাল্লার গণপরিবহন
Published : Sunday, 11 April, 2021 at 12:00 AM, Update: 12.04.2021 12:29:22 AM
নিষেধাজ্ঞা অমান্য করে মহাসড়কে চলছে দূরপাল্লার গণপরিবহনরনবীর ঘোষ কিংকর:
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দেশের লাইফ লাইন খ্যাত ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচল শুরু করেছে গণপরিবহন।
করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে সংক্রামণ বেড়ে যাওয়ায় সরকারের তরফ থেকে জারি করার প্রথম দফা লকডাউনের শেষ দিন ছিল রবিবার।
কিন্তু রবিবার (১১ এপ্রিল) সংবাদ বিজ্ঞপ্তিতে ওই এক সপ্তাহ লকডাউনের সাথে আরও ২দিন বৃদ্ধি করার খবর জানা নেই অধিকাংশ গাড়ি চালকদের। তাই রবিবারকে লকডাউনের শেষ দিন মনে করে পেটের তাগিদে গাড়ি নিয়ে বেড়িয়ে পড়েছেন বেশ কয়েকটি পরিবহনের গাড়ি চালক।  
যারফলে রবিবার দুপুর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা-ঢাকা, ঢাকা-চট্টগ্রাম ও নোয়াখালী-ঢাকাগামী দূরপাল্লার যানবাহন চলচল করতে দেখা গেছে।
কুমিল্লা থেকে ছেড়ে আসা ঢাকাগামী তিশা পরিবহনের গাড়ি চালক জানান- ‘আজ (রবিবার) লকডাউন শেষ, তাই বেড়েয়ে পড়েছি। ঘরে খাবার নেই, গাড়ি না চালালে তো পরিবারের মুখে খাবার জুটবে না’।
সরকার সোমবার ও মঙ্গলবার আরও ২দিন লকডাউন বৃদ্ধির সাথে দূরপাল্লার গণপরিবহন বন্ধ করেছেন। তা কি জেনেছেন? এমন প্রশ্নে তিনি বলেন- গাড়ি নিয়া বাহির হইছি, খবর শুনি নাই।
হাইওয়ে পুলিশ কুমিল্লা জোনের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহিন জানান- বিষয়টি আমার জানা নেই। হয়তো কোন কোন গাড়ি চালক বিষয়টি না জেনেই ছুটেছেন। আমি এখন থেকেই আমার প্রতিটি থানা ও ফাঁড়িতে ম্যাসেজ দিয়ে গণপরিবহন চলাচল বন্ধের নির্দেশ দিচ্ছি।
প্রসঙ্গত, করোনা ভাইরাসের সংক্রামণ বেড়ে যাওয়ায় সরকারের তরফ থেকে জারি করার প্রথম দফা লকডাউন শেষ দিন ছিল রবিবার। আজ সোমবার ও আগামীদিন মঙ্গলবারও কার্যত লকডাউন চলবে বলে জানানো হয়েছে। ওই দুই দিন গণপরিবহন ও দূরপাল্লার যানবাহন বন্ধ থাকবে বলেও নিশ্চিত করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি।