ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
স্বাস্থ্য বিধি উপেক্ষা করে ব্যবসা চান্দিনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা
Published : Monday, 12 April, 2021 at 12:00 AM, Update: 12.04.2021 12:34:32 AM
রণবীর ঘোষ কিংকর||
কুমিল্লার চান্দিনায় স্বাস্থ্য বিধি উপেক্ষা করে এবং নির্ধারিত সময়ের বাহিরে ব্যবসা পরিচালনা করায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (১০ এপ্রিল) সন্ধ্যার পর থেকে চান্দিনা বাজারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালতের পৃথক ২টি টিম। এতে ১৭টি মামলায় ৯ হাজার ২শ টাকা জরিমানা আদায় করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিভীষণ কান্তি দাশ ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাঈমা ইসলাম পৃথক ২টি অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন।
এর মধ্যে উপজেলা নির্বাহী অফিসারের অভিযানে ৮টি মামলায় ৪ হাজার ৫শ টাকা এবং উপজেলা সহকারি কমিশনার (ভূমি)’র অভিযানে ৯টি মামলায় ৪ হাজার ৭শ টাকা জরিমানা আদায় করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিভীষণ কান্তি দাশ জানান- করোনা ভাইরাসের সংক্রামণ ঠেকাতে সরকার লকডাউনের মধ্যেও ব্যবসায়ীদের দাবীতে স্বাস্থ্য বিধি মেনে এবং নির্ধারিত সময়ে ব্যবসা পরিচালনা করার নির্দেশ দেন। কিন্তু চান্দিনা বাজারের অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠানই স্বাস্থ্য বিধি মানছেন না এবং নির্ধারিত সময়ের আগে খুলছেন এবং বিকাল ৫টার পরও খোলা রাখছেন। বিষয়টি আমাদের নজরে আসায় অভিযান শুরু করেছি। আমাদের অভিযান অব্যাহত থাকবে।