লালমাই-ময়নামতি প্রকল্প কর্তৃক স্থাপিত সৌর প্যানেল চালিত নলকূপের উদ্বোধন
Published : Monday, 12 April, 2021 at 12:00 AM, Update: 12.04.2021 12:35:14 AM
গতকাল ১১ এপ্রিল বার্ড কর্তৃক বাস্তবায়নাধীন লালমাই-ময়নামতি প্রকল্পের সহায়তায় রাঁয়চো গ্রামে স্থাপিত সৌর প্যানেল চালিত অগভীর নলকূপের কার্যক্রমের উদ্বোধন করা হয়। অগভীর নলকূপের কার্যক্রমে উদ্বোধন করেন বার্ডের মহাপরিচালক মোঃ শাহজাহান। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উক্ত প্রকল্পের প্রকল্প পরিচালক ও পরিচালক (প্রশাসন) ড. মোঃ শফিকুল ইসলাম-সহ বার্ডের পরিচালকবৃন্দ, প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, প্রকল্পের কাজে নিয়েজিত মাঠ সহকারী এবং গ্রাম সংগঠকগণ। এ প্রকল্পের আওতায় ১০টি গ্রামে সৌর প্যানেল চালিত অগভীর নলকূপ স্থাপনের কার্যক্রম চলমান। উক্ত প্যানেল স্থাপনের ক্ষেত্রে সরকারের পিপিপি মডেলের অনুসরণে ব্যয়ভার ৮০ ভাগ (প্রায় ১৫ লক্ষ ৫০ হাজার টাকা) লালমাই-ময়নামতি প্রকল্প কর্তৃক এবং ২০ ভাগ (প্রায় ৪ লক্ষ টাকা) সংশ্লিষ্ট গ্রাম সংগঠন বহন করছে। সৌর প্যানেল চালিত পাম্পগুলোর পানি উত্তোলন ক্ষমতা ০.৫ কিউসেক। প্রতিটি পাম্পের মাধ্যমে ৩০ একর জমিতে সেচ প্রদান করা যাবে। উক্ত পাম্পগুলো পরিবেশ বান্ধব এবং নবায়নযোগ্য জ্বালানি দ্বারা চালিত।
প্রসঙ্গত: লালমাই-ময়নামতি পাহাড়ী এলাকার জনগণের আর্থিক দুরবস্থার কথা বিবেচনা করে বর্তমান সরকারের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের (লোটাস কামাল) পরামর্শ মোতাবেক বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) কর্তৃক ‘সমন্বিত কৃষি কর্মকা-ের মাধ্যমে কুমিল্লার লালমাই-ময়নামতি পাহাড়ী এলাকার জনগণের জীবন-জীবিকার মানোন্নয়ন’ শীর্ষক প্রকল্পটি গ্রহণ করা হয় এবং ২০১৬ সালের ২১ নভেম্বর প্রকল্পটি অনুমোদন লাভের মধ্য দিয়ে কার্যক্রম শুরু করা হয়।