ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণপাড়ায় খাস জমি উদ্ধার ও অবৈধ ড্রেজার মেশিন উচ্ছেদ করতে কঠোর অবস্থানে প্রশাসন
Published : Monday, 12 April, 2021 at 6:58 PM
ব্রাহ্মণপাড়ায় খাস জমি উদ্ধার ও অবৈধ ড্রেজার মেশিন উচ্ছেদ করতে কঠোর অবস্থানে প্রশাসনইসমাইল নয়ন ॥
    কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সরকারি খাস জমি উদ্ধার এবং কৃষি জমি থেকে অবৈধ মাটি খনন যন্ত্র (ড্রেজার মেশিন) উচ্ছেদ করতে কঠোর পদক্ষেপ গ্রহন করেছে উপজেলা প্রশাসন। অল্প সময়ের মধ্যে উপজেলার বিভিন্ন গ্রামে, বিলে, কৃষি মাঠে ভূমিদস্যুদের দখল হতে খাস ভূমি উদ্ধার এবং অবৈধ ড্রেজার মেশিন অপসারণ করতে অভিযানে মাঠে নামবে প্রশাসন। গতকাল সোমবার (১২ এপ্রিল) সকালে উপজেলা কর্মকর্তার কার্যালয়ে প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এমন সিদ্ধান্ত নেন উপজেলা আইনশৃঙ্খলা কমিটি। এ ছাড়াও, করোনার ২য় ধাপ মোকাবেলায় সরকারের নির্দেশনা বাস্তবায়ন করণের লক্ষে উপজেলা প্রতিটি হাট বাজার, মার্কেট ও শপিংমলে সামাজিক দূরত্ব, হাত দোয়া, মাস্ক পরা এবং স্বাস্থ্যবিধি নিশ্চত করার বিষয়ে সভায় বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা হয়।
    সবায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া সিদ্দিকা। উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আসমা, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আবু হাসনাত মো. মহিউদ্দিন মুবিন, থানা অফিসার ইনচার্জ আপ্পেলা রাজু নাহা, ব্রাহ্মণপাড়া সদর ইউপি চেয়ারম্যান হাজী জসিম উদ্দিন, সাহেবাবাদ ইউপি চেয়ারম্যান মোস্তফা ছারোয়ার খান, দুলালপুর ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান রিপন ভূইয়া, শিদলাই ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন মোহাম্মদ, শশীদল ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন মাষ্টার, উপজেলা শিক্ষা অফিসার সেলিম মুন্সি, মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহাম্মেদ, মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. আলতাফ হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম, ব্রাহ্মণপাড়া সদর বাজার কমিটির সভাপতি হাজী মোজ্জামেল হক দুলাল, উপজেলা ঔষুধ সমিতির সভাপতি মোরশেদ আলম ভূইয়া, প্রশ্চিম বাজার কমিটির সাধারণ সম্পাদক কাজল সরকার, ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম প্রমুখ।